দেশ বিভাগে ফিরে যান

স্কুলেই এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তিন শিক্ষকের বিরুদ্ধে

February 7, 2025 | < 1 min read

স্কুলে শিক্ষকদের হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকেন বাবা-মায়েরা । শিক্ষার আলো প্রসারিত হওয়ার কথা যেখানে, সেই শিক্ষাঙ্গনেই ন্যক্কারজনক ঘটনা। স্কুলেই এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তামিলনাড়ুতে। অভিযুক্ত স্কুলের তিন শিক্ষক। তিন জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় প্রতিবাদ শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে।

নির্যাতিতা কিশোরী দীর্ঘদিন অনুপস্থিত থাকায় গত সোমবার খোঁজখবর নিতে তার বাড়িতে যান স্কুলের প্রধান শিক্ষিকা। তখনই ওই কিশোরীর মা-বাবা জানান, স্কুলের মধ্যেই তিন শিক্ষক তাঁদের মেয়েকে ধর্ষণ করেছেন। সেকথা শুনে মেয়েটির মা-বাবাকে পুলিসে অভিযোগ দায়েরের পরামর্শ দেন প্রধান শিক্ষিকা। বিষয়টি জানানো হয় জেলা শিশু সুরক্ষা ইউনিটকেও। তড়িঘড়ি পদক্ষেপ করে পুলিস-প্রশাসন। মুখ্য শিক্ষা আধিকারিক অভিযুক্ত তিন শিক্ষককে সাসপেন্ড করার নির্দেশ দেন। এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার তিন শিক্ষককে গ্রেপ্তার করে পুলিস। অভিযোগ, স্কুলেই ওই ছাত্রীকে প্রথমে এক শিক্ষক ধর্ষণ করেন। বিষয়টি জানতে পারেন আরও দুই শিক্ষক। এরপর তাঁরা তিনজন মেয়েটিকে ধর্ষণ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#teachers, #students, #Molestation, #Rape, #Uttar Pradesh

আরো দেখুন