প্রযুক্তি বিভাগে ফিরে যান

এআইয়ের ছোঁয়ায় মর্যাদা হারাচ্ছে হাতে আঁকা প্রচ্ছদ, সৃজনশীলতা?

February 8, 2025 | 2 min read

এআইয়ের ছোঁয়ায় মর্যাদা হারাচ্ছে হাতে আঁকা প্রচ্ছদ, সৃজনশীলতা? ছবি: AI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চোখের নিমেষেই তৈরি হচ্ছে একের পর এক বইয়ের মলাট। বইমেলায় সিংহভাগ বইয়ের স্টলে একই ছবি। তাহলে কী এআইয়ের ছোঁয়ায় মর্যাদা হারাচ্ছে হাতে আঁকা প্রচ্ছদ, সৃজনশীলতা? এব্যাপারে প্রকাশক, শিল্পী ও পাঠকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কারও মতে, সময়ের সঙ্গে চলে এআইকে আপন করতে আপত্তি কোথায়! কেউ কেউ আবার বলছেন, হাতে আঁকা প্রচ্ছদে শিল্পীর মৌলিকত্ব অক্ষুণ্ণ থাকে। যন্ত্রের কাছে কী সেসব প্রত্যাশা করা যায়?

প্রযুক্তির এই সংযোজনকে ইতিবাচক হিসেবেই দেখতে চাইছেন দে’জ পাবলিশিংয়ের সুদীপ্ত দে। তাঁর কথায়, ‘প্রচ্ছদের উপরে বই বিক্রি অনেকটাই নির্ভর করে। আগে কভার যেভাবে তৈরি হতো, এখন তা অনেক বদলে গিয়েছে। এআই এসে কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। আমরা যেমন চাই, পাঠক যেমন চায়, তেমন ডায়নামিক-আকর্ষণীয় কভার তৈরি হতে পারে।’ ‘দ্য কাফে টেবল’-এর কর্ণধার অভিষেক আইচ অবশ্য এব্যাপারে সাবধানী। তিনি বলেন, বিগত দু’বছরে এআইয়ের প্রভাব অনেকটাই বেড়েছে। পুরনো শিল্পীরা প্রচ্ছদ আঁকার ‘অ, আ, ক, খ’ জানেন। তাঁরা যদি প্রযুক্তির সাহায্য নেন, তাহলে আরও উন্নতমানের কাজ হবে। কিন্তু এআইয়ের সাহায্যে নতুন শিল্পীদের তৈরি প্রচ্ছদ পাঠক মনে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’র উপস্থিতি অস্বীকার না করলেও অহেতুক বাড়াবাড়িতে নারাজ নবজাতক প্রকাশনার বুলবুল ইসলাম। তাঁর মতে, দুটোই পাশাপাশি চলুক। একটার জন্য অন্যটা যেন বন্ধ না হয়।

শিল্পীদের কী মত? বর্ষীয়ান শিল্পী প্রণবেশ মাইতি থেকে শুরু করে প্রণব হাজরা, নচিকেতা মাহাত—কেউই প্রযুক্তির বিরুদ্ধে নন। কিন্তু, প্রয়োগের ক্ষেত্রে আরও বেশি-ভাবনাচিন্তার পরামর্শ দিচ্ছেন। প্রণবেশবাবুর কথায়, প্রযুক্তি ভালো বন্ধু হতে পারে। কিন্তু, তাকে চালানোর মতো ক্ষমতা থাকা জরুরি। আরও বেশি ভাবনা চিন্তার প্রয়োজন। তাহলে প্রচ্ছদ শুধু চোখ নয়, মনটাকেও টেনে নিয়ে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#artificial intelligence, #AI, #Creativity, #Drawn Covers

আরো দেখুন