পরাজিত কেজরিওয়াল, শিশোদিয়া – দিল্লিতে ২৭ বছর পর প্রত্যাবর্তনের পথে BJP

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২৭ বছর আগে, ১৯৯৮ সালে মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজের হাত ধরে শেষ বার দিল্লির মসনদে ছিল বিজেপি। তার পর দিল্লির ক্ষমতায় ছিল কংগ্রেস, এবং ২০১৩ সাল থেকে আম আদমি পার্টি।
বুধবার ভোটগ্রহণের পর অধিকাংশ বুথফেরত সমীক্ষা দিল্লিতে এগিয়ে রেখেছিল পদ্ম শিবিরকে। শনিবার ইভিএম খুলতেই মিলে গেলো সেই হিসাব। বেলা ১টায় ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৭টিতে এগিয়ে বিজেপি, ২৩টিতে আম আদমি পার্টি। খাতা খুলতে পারলনা কংগ্রেস।
আপ সুপ্রিমো এবং দিলির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল নয়াদিল্লি কেন্দ্র থেকে হেরে গিয়েছেন ৩,১৮২ ভোটে।

আপের প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়া জংপুরা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন, হেরেছেন প্রায় ৬০০ ভোটে।
তবে কালকাজি কেন্দ্র থেকে শেষ পর্যন্ত জিতলেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। বিজেপির রমেশ বিধুরীর সঙ্গে শেষ রাউন্ড পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলেছে তাঁর।