কারখানার বিকট শব্দে পড়াশোনা লাটে ওঠার জোগাড়, মুখ্যমন্ত্রীর দপ্তরে লিখিত অভিযোগ মাধ্যমিক পরীক্ষার্থীর
February 8, 2025 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুলিশের উপর আস্থা হারিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার রাজীবপুরে। জানা গিয়েছে, রাজীবপুর গার্লস হাইস্কুলের ছাত্রী সোনিয়া খাতুনের বাড়ির পাশে একটি পোশাক এমব্রয়ডারির কারখানা আছে। সকাল থেকে রাত সেখানে বিকট শব্দে চলে কম্পিউটার চালিত মেশিন।
তার জেরে ছাত্রীর পড়াশোনা কার্যত লাটে ওঠার জোগাড়। গভীর রাত পর্যন্ত কারখানার শব্দে কান ঝালাপালা হয়ে যায়। মনোসংযোগ নষ্ট হয়। তাই নিজের পড়াশোনা সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে লিখিত অভিযোগ জমা করেছে এই পরীক্ষার্থী।
সোনিয়া জানিয়েছে, ‘কারখানার জন্য আমার মতো অনেকেরই সমস্যা হচ্ছে। আমাদের বাড়ি কারখানাটির পাশেই। তাই আমার অসুবিধা বেশি হচ্ছে। পরিবার অশোকনগর থানা ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছিল। কিন্তু কোনও সুরাহা হয়নি।’