রাজ্য বিভাগে ফিরে যান

এবছর মাধ্যমিকে পরীক্ষার্থীদের সংখ্যা বাড়ল, ছাত্রীদের সংখ্যাও আগের বছরের তুলনায় বেশি

February 8, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নারীশিক্ষার প্রসারে রাজ্য সরকারের নানা প্রকল্পের আশীর্বাদে শিক্ষায় মেয়েদের অন্তর্ভুক্তি এবং পরীক্ষায় অংশগ্রহণ বাড়ছে। এবছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ল অন্তত ৬২ হাজার। মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন ছাত্রছাত্রী এখনও নাম নথিভুক্ত করিয়েছে। তবে, আদালতের নির্দেশের পরে নথিভুক্ত ছাত্রছাত্রীর সংখ্যাআরও কিছু বাড়বে। সংখ্যাটি গতবছর ছিল ৯ লক্ষ ২২ হাজার ৬৩৬। মোট ২,৬৮৩টি স্কুলে এবছর মাধ্যমিকের সিট পড়েছে। সোমবার সকাল বেলা পৌনে ১১টা থেকে শুরু হচ্ছে পরীক্ষা। মোট ৪ লক্ষ ২৮ হাজার ৬০৩ জন ছাত্র মাধ্যমিক দিচ্ছে। সেখানে ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০।

মোট পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও প্রধান ভেন্যুর সংখ্যা ৯৮৬ থেকে কমিয়ে করা হয়েছে ৯৪৭। তবে, প্রশাসনিক সুবিধার্থে সাব-ভেন্যুর সংখ্যা বাড়ানো হয়েছে। টোকাটুকি রুখতে মালদহ জেলার দিকে বিশেষ নজর থাকছে। গতবছর প্রশ্নফাঁসের চেষ্টায় জড়িত থাকার জন্য এই জেলা থেকেই ৪০-৪২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিস। তাই এই জেলায় বাড়তি অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার থাকবেন একজন। সাব-ভেন্যুগুলিতে ঘুরে ঘুরে নজর রাখবেন তিনি। প্রশ্নপত্র দেওয়ার পরে কোনও পড়ুয়ার কাছে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচের মতো সামগ্রী পাওয়া গেলে তার পুরো পরীক্ষা বাতিল করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#students, #Madhyamik

আরো দেখুন