রাজ্য বিভাগে ফিরে যান

Cyber Crime: গত বছর রাজ্যে খোয়া গিয়েছে ১২০০ কোটি, সুরক্ষিত থাকতে কী করণীয়?

February 9, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। গত এক বছরে সাইবার ক্রাইমের শিকার হয়ে প্রায় ১২০০ কোটি টাকা খুইয়েছেন বাংলার মানুষ। শুধু কলকাতা নয়, রাজ্যের প্রান্তিক এলাকাতে একই অবস্থা। সম্প্রতি উচ্চ পর্যায়ের এক বৈঠকে এমন তথ্যই প্রকাশ্যে এনেছেন কলকাতার সিপি মনোজ ভার্মা স্বয়ং। অনেকের মতে প্রতারিতরা সবাই থানা-পুলিসে অভিযোগ দায়ের করেন না ফলে বাড়ছে অনলাইন প্রতারণা।

স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে খবর,শুধুমাত্র ২০২৪ সালে সাইবার ক্রাইম অপরাধীদের খপ্পরে পড়ে রাজ্য পুলিসের এলাকার বাসিন্দারা প্রায় ৯০০ কোটি টাকা খুইয়েছেন। সেখানে সেই বছরে কলকাতায় খোয়া গিয়েছে ২৭৩ কোটি টাকা। এর মধ্যে চব্বিশের প্রথম নয় মাসে এগারো হাজার কোটি টাকারও বেশি টাকা খোয়া গিয়েছে। সেই অর্থবর্ষ শেষে টাকার অঙ্ক ১৫ হাজার কোটি ছাড়িয়ে যেতে পারে।

রিপোর্ট অনুযায়ী, ডিজিটাল অ্যারেস্ট, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিনিয়োগ প্রতারণায় সবচেয়ে বেশি অর্থ খোয়াচ্ছেন বঙ্গবাসী। রাজ্যজুড়ে সাইবার অপরাধের এই বাড়বাড়ন্তে রীতিমতো বিচলিত কলকাতা ও রাজ্য পুলিসের শীর্ষকর্তারা। কারণ, ফি বছর তদন্তকারী অফিসাররা মাত্র ১০ শতাংশ টাকা উদ্ধার করতে পেরেছেন। তাই লালবাজার সূত্রে এবার লিখিত নির্দেশিকা জারি করা হয়েছে। সাইবার ক্রাইমের টাকা জালিয়াতির অভিযোগ নিয়ে সাধারণ মানুষ থানায় গেলে, প্রথমেই ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ রেজিস্টার করতে হবে। চোট যাওয়া টাকা ‘ব্লক’ করা সম্ভব। ফলে সাইবার ক্রাইম অপরাধীরা সেই টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে ফেলতে পারে না। তাতে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য সময় নষ্ট না করে প্রতারিত ব্যক্তিকে দ্রুত নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cyber Fraud, #CYBER CRIME, #Cyber Attack, #West Bengal

আরো দেখুন