খেলা বিভাগে ফিরে যান

INDvsENG: প্রায় একবছর বাদে রোহিতের সেঞ্চুরির সুবাদে দ্বিতীয় একদিনের ম্যাচে ৪ উইকেটে জয়ী ভারত

February 9, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ দ্বিতীয় একদিনের ম্যাচে বরাবটি স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও ইংল্যান্ড।

ইংল্যান্ড টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন জো রুট। ৬৫ করেন ডাকেট। লিভিংস্টন করেন ৪১ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জাদেজা।একটি করে উইকেট নেন শামি, হর্ষিত, বরুণ, হার্দিক। ৪৯.৫ ওভারে ৩০৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান তুলতে থাকে ভারত। খেলার মাঝেই স্টেডিয়ামের ফ্লাডলাইট বিভ্রাট হতে থাকে। কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। খেলা শুরু হয় আবার। আউট হন শুভমন গিল (৬০)। অধিনায়ক রোহিত শর্মা ১১৯ রান করে আউট হন। শ্রেয়স ৪৪ রান করে আউট হন। ৪১ রান করে অপরাজিত থাকেন অক্ষর। ৪৪.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৮ করে ম্যাচ জিতে নিও ভারত। ২-০ সিরিজ এগিয়ে ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #England, #ODI, #Barabati Stadium, #India

আরো দেখুন