কলকাতা বিভাগে ফিরে যান

আজ বইমেলার সমাপ্তি, ৮টার বদলে খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত

February 9, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বইপ্রেমীদের জন্য সুখবর। শনিবার বইমেলায় প্রায় ৪ লক্ষ মানুষের ভিড় ছিল। আজ, রবিবার বইমেলার সমাপ্তি। আয়োজকরা জানিয়েছেন, আজ রাত ৮টা নয়, অতিরিক্ত আরও এক ঘণ্টা খোলা থাকবে বইমেলা।

শনিবার, বইয়ের স্টল থেকে ফুড প্যাভিলিয়ন পর্যন্ত ভিড়ে গমগম করছিল। মেলা প্রাঙ্গণে কাতারে কাতারে মানুষ সঙ্গে গান, কবিতা, আড্ডায় জমজমাট মেলা। গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, এবার ভিড় যেমন হচ্ছে, বিক্রিও হচ্ছে তেমন। শুক্রবার পর্যন্ত ১৯ লক্ষ মানুষ এসেছিলেন। শনিবার ধরলে তা ২৩ লক্ষ। তাছাড়া, গতবারের চেয়ে এবার ছুটিও কম ছিল। তারপরও বিক্রি বেড়েছে। পাঠকদের এই উৎসাহ-উদ্দীপনার কথা মাথায় রেখেই শেষ দিনের বইমেলা রাত ৯টা পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#last day, #Kolkata Book Fair, #KOLKATA BOOK FAIR 2025

আরো দেখুন