রাজ্য বিভাগে ফিরে যান

রাত পোহালেই মাধ্যমিক, পরীক্ষার দিনগুলিতে কেমন থাকবে রাজ্যের বাস পরিষেবা?

February 9, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাত পোহালেই রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ । সারা রাজ্যজুড়ে মোট ২৬৮৩ টি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। এবারের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা সাড়ে ৫ লক্ষের বেশি। ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৬০৩। এ বছর মোট ২ হাজার ৬৮৩টি স্কুলে মাধ্যমিকের সিট পড়ছে। পরীক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, তারজন্য বিশেষ ব্যবস্থা্ রাজ্য পরিবহণ দপ্তর।

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে, পরীক্ষার দিনগুলোতে যাতে পরীক্ষার্থী এবং পরীক্ষার সঙ্গে যুক্ত কেউ যাতায়াত করার ক্ষেত্রে কোনও অসুবিধায় না পড়েন সে দিকে বিশেষ নজর রাখছে প্রশাসন। পাশাপাশি ওই দিনগুলোতে অতিরিক্ত বাস পরিষেবা দেওয়া হবে জানানো হয়েছে।

জানা গিয়েছে, দুই শিফটে পর্যাপ্ত সংখ্যক বাস চালানো হবে। পরীক্ষার দিনগুলোতে যেসব বাস ও ট্রাম পরীক্ষার জন্য পরিষেবা দেবে, সেগুলির সামনে বড় আকারে স্পষ্টভাবে ‘Examination Special’ লেখা বোর্ড লাগানো থাকবে। এই বাসগুলি ১০, ১১, ১৭, ১৮, ১৯, ২০ ও ২২ ফেব্রুয়ারি পরিষেবা দেবে। এই বাসগুলোতে নির্ধারিত ফেয়ার চার্ট অনুসারেই ভাড়া নেওয়া হবে। বাস চলবে সকাল ৬.৩০ থেকে সকাল ১০টা এবং আবার দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অতিরিক্ত বাস চালানো হবে।

পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে কোনও রকম সমস্যার সম্মুখীন হলে দ্রুত সমাধানে ফোন করতে পারে ৮৬৯৭৭৩৩৩৯১/৯২, এই নম্বরে। পরিবহণ দপ্তর সূত্রে খবর, সকাল ৮.৩০টা থেকে বেলা ৩টে পর্যন্ত একটি নন এসি বাস এসপ্ল্যানেড বাস ডিপোতে রাখা থাকবে। যান চলাচল স্বাভাবিক থাকতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও নেওয়া হবে বাড়তি ব্যবস্থা।

এছাড়াও মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল বাঁকুড়া বাস মালিক সংগঠন। বাঁকুড়া জেলার বাস মালিক সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে বিনা ভাড়ায় পরীক্ষার্থীরা বাসে করে পরীক্ষাকেন্দ্রে যেতে পারবে। তাদের এই ঘোষণায় খুশি অভিভাবকরা।

উল্লেখ্য, সকাল ১০টা বেজে ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে। হলে প্রবেশ করার পর প্রথম ১৫ মিনিট পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার সময় দেওয়া হবে। ১১টা থেকে উত্তর লেখা শুরু করতে পারবে পরীক্ষার্থীরা। পরীক্ষা চলবে বেলা ২টো পর্যন্ত। প্রথম দিন পরীক্ষাকেন্দ্রের গেট খুলে দেওয়া হবে সকাল সাড়ে ৯টায়। তখন থেকেই সেন্টারে ঢুকতে পারবে পরীক্ষার্থীরা।

মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসন বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। কলকাতা পুলিসের হেল্পলাইন নম্বর ৯৪৩২৬১০০৩৯। কেন্দ্রীয় কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২৩২১৩৮১৩, ০৩৩-২৩৩৭২২৮২। এছাড়া জেলাস্তরেও চালু থাকবে হেল্পলাইন। বর্ধমানের জন্য ০৩৪-২২৬৬২৩৭৭ মেদিনীপুরের জন্য ০৩২২২-২৭৫৫২৪, কলকাতার জন্য ০৩৩ ২৩২১৩৮১১ এবং উত্তরবঙ্গের ৮২৪০৭৫৬৩৭১।

TwitterFacebookWhatsAppEmailShare

#students, #Madhyamik Examination, #Madhyamik 2025

আরো দেখুন