নারকেলডাঙা বস্তিতে ভয়াবহ আগুনে ভস্মীভূত প্রায় ৫০ ঝুপড়ি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নারকেলডাঙা বস্তিতে ভয়াবহ আগুন। ভস্মীভূত ৫০টিরও বেশি ঝুপড়ি। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম হাবিবুল্লা মোল্লা। রাত ১০ টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে।
নারকেলডাঙার রেলকোর্য়ার্টার বস্তির আগুনের খবর পেয়েই প্রথমে পোঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। পরে আরও ৬টি, মোট ১৬টি দমকলের ইঞ্জিন বস্তির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় চাড়ে ৪ ঘন্টার চেষ্টায় রাত ২টোর পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। রাতেই ঘটনাস্থলে যান এলাকার কাউন্সিলর।
তবে, আগুন নেভানো গেলেও আজ রবিবার সকালেও এলাকায় ধোঁয়া রয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। প্রাথমিক অনুমান, তবে এলাকায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। সেসব থেকে দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেক দূর থেকে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। রাস্তায় দাঁড় করানো গাড়িগুলিতেও আগুন লেগে ছড়িয়ে পড়েছিল। ৪০ টির কাছাকাছি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।