উত্তরবঙ্গে মাধ্যমিকে ছাত্রীদের সংখ্যা বাড়ল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গের চার জেলায় এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থী ৯৯ হাজার ৮৯৪ জন। এরমধ্যে ছাত্রীর সংখ্যা ৫৬ হাজার ৮৭৮ জন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের জন্যই মাধ্যমিকে ছাত্রীর সংখ্যা বেড়েছে। পরীক্ষার পাঁচদিন আগে এমন দাবি মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির সদস্যদের। একইসঙ্গে প্রতিটি জেলায় পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে জোর প্রস্তুতি নেওয়া হয়েছে। কোথাও অতিরিক্ত যানবাহন নামানো হচ্ছে। আবার ফরেস্ট করিডরে মোতায়েন করা হবে অতিরিক্ত স্কোয়াড। পরীক্ষার্থীদের জন্য থাকবে বনদপ্তরের গাড়ি।
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা সুষ্ঠুমতো করতে প্রতিটি জেলাই প্রস্তুতি বৈঠক করেছে। বিশেষ করে বনাঞ্চল ও চা বাগান এলাকার পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে ও বাড়িতে পৌঁছে দিতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলা প্রশাসন জানিয়েছে, বন্যপ্রাণীদের হামলার কথা মাথায় রেখে বনদপ্তর বক্সা ও জলদাপাড়া জঙ্গল লাগোয়া বনবস্তি ও চা বাগানের পরীক্ষার্থীদের নিজেদের গাড়িতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে।
পরীক্ষা শেষেও বাড়িতে পৌঁছে দেবে। এছাড়াও পরীক্ষার্থীদের জন্য বনদপ্তর ক্যুইক রেসপন্স টিম তৈরি করছে। পরীক্ষার্থীদের যাতায়াতের জঙ্গলপথে বনরক্ষীও মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। একইরকম সিদ্ধান্ত বাগডোগরা বনদপ্তর নিয়েছে। বাগডোগরা বনাঞ্চল লাগোয়া এমএম তরাই, ডহরা বস্তি ও বাগডোগরা বনাঞ্চলের ভিতর অবস্থিত সেন্ট্রাল ফরেস্ট বস্তিতে পরীক্ষার্থী রয়েছে।