ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থার নিরাপত্তা সুনিশ্চিত করতে দু’টি ইন্টারনেট ডোমেইন চালু করবে রিজার্ভ ব্যাঙ্ক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থার নিরাপত্তা সুনিশ্চিত করতে ‘ব্যাঙ্ক ডট ইন’ এবং ‘ফিন ডট ইন’— এই দু’টি ইন্টারনেট ডোমেইন চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। যা ব্যবহার করতে পারবে না আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনও সংস্থা।
জানা গিয়েছে, প্রথম দফায় ভারতীয় ব্যাঙ্কগুলির জন্য বরাদ্দ করা হবে ‘ব্যাঙ্ক ডট ইন’ ডোমেইন। আগামী এপ্রিল থেকে শুরু হবে রেজিস্ট্রেশনের কাজ। যার দায়িত্ব দেওয়া হয়েছে ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইন ব্যাঙ্কিং টেকনোলজি (আইডিআরবিটি)-কে। এর ফলে ব্যাঙ্কগুলির ওয়েবসাইটের বর্তমান ডোমেইন বদলে ফেলতে হবে। নতুন ওয়েবসাইটের ডোমেনের শেষে থাকবে ‘ডট ব্যাঙ্ক ডট ইন’। এর ফলে গ্রাহকদের বৈধ ব্যাঙ্কিং প্ল্যাটফর্মগুলিকে চিহ্নিত করা সহজ হবে। কমবে ভুয়ো ওয়েবসাইটের ফাঁদে পড়ে প্রতারিত হওয়ার আশঙ্কা। ভবিষ্যতে ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি)-গুলির জন্য ‘ফিন ডট ইন’ ইন্টারনেট ডোমইন আনবে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।