বঙ্গে জারি আবহাওয়ার মুড সুইং, নামল তাপমাত্রার পারদ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাঘের শেষ বেলায় আবহাওয়ার মুড সুইং। হালকা শীতের আমেজ রাজ্যজুড়ে। একধাক্কায় কলকাতায় নামল পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলা কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গ শুষ্কই থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন রাজ্যে তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম। তবে জেলায় শীতের আমেজ থাকলেও কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় শীতের আমেজের সম্ভাবনা কম। চলতি মাসের শেষেই কলকাতা এবং সংলগ্ন জেলাগুলি থেকে কার্যত বিদায় নিতে পারে শীত।
আজ রাজ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি ও ১৬ ডিগ্রির আশেপাশে। পারদ ১৫ ডিগ্রিরও নীচে নামার প্রবল সম্ভাবনা বলে জানিয়েছে মৌসম ভবন। ১৩ ডিগ্রির কাছাকাছি যেতে পারে কলকাতার তাপমাত্রা। ফলে শীতের শেষ স্পেলে উপভোগ করতে পারে কলকাতাবাসী।