নজরে রাজ্য বাজেট, কোন কোন বিভাগে বিপুল কর্মী নিয়োগের সম্ভাবনা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ১২ ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট। ২০২৬শের নির্বাচনের আগে মমতা সরকারের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নবান্ন সূত্রে খবর, বাজেটে বিরাট পরিমাণে নিয়োগের কথা ঘোষণা হতে পারে। বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক ও স্থায়ী মিলিয়ে প্রায় ৫০ হাজার নতুন নিয়োগের সম্ভাবনা।
এছাড়াও জানা গিয়েছে, সব চেয়ে বেশি নিয়োগ হতে পারে শিশু ও পুষ্টি সংক্রান্ত কেন্দ্রগুলিতে। ICDS এবং অঙ্গনওয়ারী প্রকল্পের অধীনে অঙ্গনওয়ারী কর্মী, সহকারী ও সুপারভাইজার পদে বিপুল নিয়োগ হতে পারে।
শিক্ষাক্ষেত্রেও নিয়োগ হতে পারে বিভিন্ন সরকারি স্কুলগুলিতে চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষা সহায়ক এবং রিসোর্স পার্সন নিয়োগ হতে পারে।
স্বাস্থ্য ক্ষেত্রেও নিয়োগের সম্ভাবনা। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চুক্তিভিত্তিক নার্সিং সিস্টার, স্বাস্থ্য সহকারী, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য আধিকারিক পদে নিয়োগের সম্ভাবনা।
এছাড়াও খবর মিলেছে, গ্রামোন্নয়ন, পর্যটন, সংস্কৃতিসহ জল সরবরাহ, আইন দপ্তরেও নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে বাংলায় বিপুল কর্মসংস্থান হতে পারে। শুধু কর্মসংস্থান নয় এর পাশাপাশি রাজ্যের একাধিক দপ্তরে কর্মীদের বেতন বৃদ্ধিরও সম্ভাবনা।