জানেন কাদের হাত ধরে নতুন রূপে ফিরছে কলকাতার হলুদ ট্যাক্সি?
February 11, 2025 | < 1min read
জানেন কাদের হাত ধরে নতুন রূপে ফিরছে কলকাতার হলুদ ট্যাক্সি?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কলকাতার অন্যতম ঐতিহ্য হল হলুদ ট্যাক্সি। হলুদ ট্যাক্সির ঐতিহ্যকে ধরে রাখতে অ্য়াপ ক্য়াবের হাত ধরে শহরে ফিরছে হলুদ ট্যাক্সি। এনএ মোবিলিটি নামে কলকাতার একটা সংস্থা নিয়েছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এনএ মোবিলিটি এনিয়ে মউ স্বাক্ষর করেছে। সব কিছু ঠিক থাকলে মার্চেই দেখা পাওয়া যেতে পারে নতুন মডেলের এসি হলুদ ট্যাক্সি।
এবার মারুতির সঙ্গে চুক্তি করে হলুদ ট্যাক্সি আসতে পারে WagonR মডেলে। এনএ মোবিলিটি জানিয়েছে প্রথম দফায় ৫০টি ট্যাক্সি শহরের পথে নামছে। নিজস্ব পরিকাঠামো তৈরি হয়ে গেলে প্রতি মাসে একশোটি করে হলুদ ট্যাক্সি পথে নামাবে ‘এনএ মোবিলিটি’ । হলুদ রঙের এই নয়া ট্যাক্সির গায়ে থাকবে হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, মনুমেন্টের ছবি।