← বিনোদন বিভাগে ফিরে যান

গুরুতর অসুস্থ ‘আমি বাংলার গান গাই’য়ের স্রষ্টা
গুরুতর অসুস্থ ‘আমি বাংলার গান গাই’য়ের স্রষ্টা, আইটিইউ-তে ভর্তি প্রতুল মুখোপাধ্যায়

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সপ্তাহ দুয়েক ধরেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ গায়ক প্রতুল মুখোপাধ্যায়। অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয় তাঁর। দ্রুত অবনতি হতে থাকে শারীরিক অবস্থার। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের ফলে পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছে। আইটিইউ-তে প্রবীণ গায়কের চিকিত্সা চলছে বলে খবর।
কড়া অ্যান্টিবায়োটিক চললেও তাতে সেভাবে সাড়া দিচ্ছেন না ‘আমি বাংলার গান গাই’য়ের স্রষ্টা। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, আপাতত সংজ্ঞাহীন গায়ক এবং নিউমোনিয়াতেও আক্রান্ত।