দিল্লির মসনদে কি মহিলা মুখ্যমন্ত্রী? জল্পনা রাজধানী ঘিরে
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দিল্লিতে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর এবার বড় প্রশ্ন,পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। স্বাভাবিকভাবেই এই বিষয়ে চলছে নানা জল্পনা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিজেপির অন্দরে ঘুরপাক খাচ্ছে একাধিক নাম। মনে করা হচ্ছেদিল্লির পুষ্যমন্ত্রীর পদ পেতে পারেন কোনও মহিলা বিধায়ক।
আম আদমি পার্টির প্রায় এক দশকের শাসনকালে ইতি টেনে ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৪৮টিই পেয়েছে বিজেপি। এবার জল্পনা শুরু হয়েছে শীর্ষ পদ নিয়ে।
বিধায়কদের মধ্যে নতুন মুখ এমন কাউকেই মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে সূত্রের খবর। এতদিন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন একজন মহিলাই। আপের অতিশী মারলেনাকে দায়িত্ব দিয়েছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন বিজেপির প্রবেশ ভার্মা যিনি নয়াদিল্লি আসনেই আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছেন। পশ্চিম দিল্লির পরপর ২ বারের বিধায়ক প্রবেশ আবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার পুত্রও।
মুখ্যমন্ত্রীর দৌড়ে অন্যান্য যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন সতীশ উপাধ্যায়, বিজেন্দ্র গুপ্তা, আশিস সুদ ও পবন শর্মা। তবে এই সমস্ত জল্পনা দূর করে মুখ্যমন্ত্রী হিসেবে একজন মহিলা বিধায়ককে বেছে নিতে পারে বিজেপি।
তবে শুধু মহিলা মুখ্যমন্ত্রীই নয়, উপমুখ্যমন্ত্রী পদেও চমক দিতে পারে বিজেপি। সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী পদে অনগ্রসর শ্রেণী থেকে কাউকে বেছে নিতে পারে বিজেপি।
বিজেপি সূত্রে খবর, এবারের দিল্লি বিধানসভায় মহিলা ও দলিতদের বেশি করে প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ মহিলা ও দলিত জনপ্রতিনিধির সংখ্যা বেশি রাখা হবে।
এবারের ভোটে বিজেপির চার মহিলা প্রার্থী বিপুল মার্জিনে জয়ী হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন রেখা গুপ্তা। শালিমার বাগ আসনে জয়ী হয়েছেন তিনি। গ্রেটার কৈলাস আসনে জিতেছেন বিজেপির শিখা রায়।
এছাড়াও রয়েছেন বিজেপির পুনম শর্মা। ওয়াজিরপুর আসন থেকে জিতেছেন তিনি। আর নাজাফগঢ় আসন থেকে নীলম পেহেলওয়ান জিতেছেন।
সামনের বছরে বাংলার ভোট। মনে করা হচ্ছে শিখা রায়, যিনি বাঙালি অধ্যুষিত গ্রেটার কৈলাস আসনে জিতেছেন, অনেকটাই এগিয়ে আছেন। দিল্লিতে অনেক বাঙালি বিজেপি নেতা ভোটের আগে প্রচারে এসেছিলেন। সুতরাং শিখা রায়কে মুখ্যমন্ত্রী করলে তাকে বাংলায় ভোট প্রচারেও আন্তে পারবে বিজেপি নেতৃত্ব!