কলকাতা বিভাগে ফিরে যান

মস্তিষ্ক-মুখগহ্বরের ক্যান্সার আক্রান্তদের ভোগান্তি লাঘবে নতুন বিভাগ এস‌এসকেএমে, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন চিকিৎসকরা

February 12, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্যান্সার আক্রান্তদের ভোগান্তি লাঘবে নতুন বিভাগ এবার এস‌এসকেএমে। রাজ্যের প্রথম হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগ তৈরি হচ্ছে এই এসএসকেএমেই। আইসিইউ, মডিউলার ওটি-সহ ২২ শয্যার ওয়ার্ডের উদ্বোধন হতে চলেছে বুধবার। এর ফলে মার্চ থেকে অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা ৩০০ ক্যান্সার আক্রান্তের কষ্ট অনেকটাই লাঘব হতে চলেছে বলে মনে করছেন চিকিৎসকেরা। এস‌এসকেএমের পরিকাঠামোকে সর্বভারতীয় স্তরের স্বীকৃতি দিয়েছে এন‌এমসি।

মুম্ব‌ইয়ের টাটা ক্যান্সার হাসপাতালের পর এস‌এসকেএমের হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের জন্য চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের আসনে অনুমোদনও মিলেছে বলে খবর। দিল্লির এইমস মাত্র দু’টি আসন পেলেও এস‌এসকেএমে চারটি MCh ডিগ্রি আসনের অনুমোদন এসে গিয়েছে।

এস‌এসকেএমের ওটোল্যারিঙ্গোলজির প্রবীণ চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত। তিনি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা করে বলছেন, “আমরা আবেদন অনেক আগে করেছিলাম। শেষ পর্যন্ত অনুমোদন এসে গিয়েছে। আমরা গর্বের সঙ্গে বলছি আমরা চারটি আসনের আবেদন করেছিলাম চারটেই পেয়েছি। এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

TwitterFacebookWhatsAppEmailShare

#SSKM, #Brain Cancer, #Mouth Cancer

আরো দেখুন