তৈরি হল নয়া পদ, দশটি ডিভিশনে একজন করে DC-3 নিযুক্ত করল লালবাজার

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কলকাতা পুলিশের নর্থ, ইস্টার্ন সুবার্বান, সাউথ, সেন্ট্রালের মতো অপেক্ষাকৃত ব্যস্ত ডিভিশনগুলির জন্য একটি করে নতুন ডেপুটি কমিশনার বা ডিসি পদ তৈরি করল লালবাজার। নির্দেশিকায় নয়া ডিসি পদকে ‘ডিসি-৩’ বলে উল্লেখ করা হয়েছে। ডিসি-৩ পদগুলি ইনভেস্টিগেটিভ ক্যাডারদের (নন আইপিএস) অফিসারদের জন্য। কলকাতা পুলিশের ১০টি ডিভিশনের প্রতিটিতে একজন আইপিএস এবং একজন ডিপার্টমেন্টাল (নন আইপিএস) মিলিয়ে মোট দু’জন করে ডিসি ছিলেন। এবার সংখ্যা হবে তিন।
সম্প্রতি ক্যাবিনেট বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর নতুন করে ১২টি ডিসি পদের অনুমোদন দিয়েছিল। কলকাতা পুলিশের ডিসি (সদর)-২, ডিসি (আরএফ)-২, ডিসি (হোমগার্ড)-২, ডিসি (কমব্যাট)-২, ডিসি (ওয়ারলেস)-২, ডিসি (ট্রাফিক) সাউথ-২ এবং ডিসি (ট্রাফিক)-৪ পদ নামে, আরও ৭টি নতুন ডিসি পদ তৈরি করা হচ্ছে। পদগুলি ‘নন ইনভেস্টিগেটিভ’ ক্যাডারদের (নন আইপিএস) অফিসারদের জন্য।
২০২৪ সালে ভাঙড় অধিগ্রহণের পর কলকাতা পুলিশের আওতাধীন এলাকার আয়তন এক ধাক্কায় ৫৩০ বর্গ কিমিতে দাঁড়ায়। বৃহত্তর কলকাতার অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য এই নতুন পদগুলি তৈরি করা হয়েছে।