রাজ্য বিভাগে ফিরে যান

আজ তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট! লক্ষ্মীর ভাণ্ডার, DA কি বাড়বে?

February 12, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বিধানসভায় পেশ হতে চলছে রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট এটি। ফলে, নানান মহলের নজর রয়েছে বাজেটের দিকে।
বাজেট প্রসঙ্গে মঙ্গলবার পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক নীতির জোরে অন্যান্য অনেক রাজ্যের থেকে এগিয়ে বাংলা। রাজ্যের সার্বিক উন্নয়ন সুনিশ্চিত করার লক্ষ্যেই এবারেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের প্রবীণ মন্ত্রী।

আম জনতার হাতে নগদের জোগান বাড়িয়ে ৩৪ বছরের রুগ্ন অর্থনীতিকে চাঙ্গা করেছেন মুখ্যমন্ত্রী। একগুচ্ছ জনকল্যাণমূলক কর্মসূচিতে ভর করেই ঘুরে দাঁড়িয়েছে বাংলা। কিন্তু রাজ্যের একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র। রাজ্যের টাকায় প্রান্তিক মানুষের ন্যায্য প্রাপ্য সুনিশ্চিত করেছেন মমতা। এবারের বাজেটেও তার ব্যতিক্রম হচ্ছে না বলে খবর। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে বাজেটে। বুধবার বিকেল চারটেয় বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট। সূত্রের খবর, ৬ শতাংশ ডিএ ঘোষণার সম্ভাবনা রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধুর মতো একাধিক প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নানান সামাজিক প্রকল্পে রাজ্য সরকার ভাতা বৃদ্ধির পথে হাঁটতে পারে, এমন জল্পনা রয়েছে প্রশাসনিক মহলে।

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ বিধানসভায় রাজ্য বাজেট প্রস্তাব পেশ করবেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী বছরই বিধানসভা ভোট। তার আগে এটা শেষ পূর্ণাঙ্গ বাজেট। ডিএ ইস্যুকে হাতিয়ার করে এর আগে রাজ্য সরকারি কর্মীদের বঞ্চিত করার অভিযোগ তুলেছিল বিরোধী শিবির। ২০২৪’র জানুয়ারি থেকে ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করার সময় আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা করেন চন্দ্রিমা। ফলে গত বছরের মে মাস থেকে ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক-অশিক্ষক কর্মী, পুরসভা-পঞ্চায়েতের কর্মী এবং পেনশন প্রাপকরাও উপকৃত হন। বিভিন্ন মহল থেকে পাওয়া খবর অনুযায়ী, এবার বাজেটেই ছয় শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার সম্ভাবনা রয়েছে। এমনকী চলতি অর্থবর্ষের মতো আগামী আর্থিক বছরেও রাজ্য সরকার দু’বার ডিএ বৃদ্ধি করতে পারে। দুর্গাপুজোর আগে বা পরে মহার্ঘ ভাতা আরও ৩-৪ শতাংশ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ২০২৬-র জানুয়ারি থেকে তা কার্যকর হতে পারে। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বাজেটে কোনও ঘোষণা থাকে কি না, সেদিকেও নজর থাকবে।

পরিকাঠামো উন্নয়নেও এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য, শিক্ষার পাশাপাশি এরাজ্যে বিনিয়োগ টানতে শিল্প সংক্রান্ত পরিকাঠামো ঢেলে সাজা হবে। গ্রামীণ এলাকার পাশাপাশি, শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ক্ষেত্রে পর্যন্ত বাড়তি জোর দেওয়া হচ্ছে। বাজেট পেশের আগে দুপুর সাড়ে তিনটেয় বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বসবে মন্ত্রিসভার বৈঠক। পরপর দুটি মন্ত্রিসভার বৈঠকের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। দ্বিতীয়টি অর্থাৎ বিশেষ মন্ত্রিসভার বৈঠক শুরু হবে দুপুর পৌনে চারটে নাগাদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Bengal budget, #bengal budget 2025, #budget 2025

আরো দেখুন