রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্য বিধানসভায় ভাষণ দিতে আগ্রহী উপ রাষ্ট্রপতি ধনখড়! কী বলছে সাংবিধানিক নিয়ম?

February 12, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্প্রতি উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় রাজ্য বিধানসভায় বক্তব্য রাখতে চেয়ে ইচ্ছা প্রকাশ করেছেন। উপ রাষ্ট্রপতির বার্তা নিয়ে দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন তাঁর সচিব সুনীল গুপ্তা। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে গোটা বিষয়ে জানান সুনীল। বিশেষ অধিবেশন ডেকে উপ রাষ্ট্রপতির ভাষণের ব্যবস্থা করা যায় কি না, তা খতিয়ে দেখছে বিধানসভার সচিবালয়। সূত্রের খবর, সুনীল গুপ্তা দিনকয়েক আগেই বিধানসভায় এসেছিলেন। অধ্যক্ষ সে’সময় বিধানসভায় ছিলেন না। সুনীল তাঁর জন্য বিধানসভাতেই কিছুক্ষণ অপেক্ষা করেন। বিমান বন্দ্যোপাধ্যায় ফিরতে তাঁদের মধ্যে কথা হয়। সাক্ষাৎপর্বে ধনখড় বার্তা বিমানবাবুকে জানানো হয়। কী কী বিষয়ে উপ রাষ্ট্রপতি ভাষণ দিতে চান তা বিধানসভা কর্তৃপক্ষকে আগাম জানাতে হবে বলেও তাঁকে জানিয়ে দেওয়া হয়।

বিধানসভায় এসে কোনও উপ রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার নজির নেই অতীতে। তাছাড়া প্রথা ও নিয়ম অনুযায়ী উপ রাষ্ট্রপতির ভাষণের জন্য একটি বিশেষ অধিবেশনও ডাকতে হবে। এই মুহূর্তে বাজেট অধিবেশন চলছে। এই পর্বে তা সম্ভব নয়। কবে বিশেষ অধিবেশন ডেকে দেশের উপ রাষ্ট্রপতির ইচ্ছে পূরণ করা হয়, তার ভাবনাচিন্তা শুরু হয়েছে বিধানসভার অভ্যন্তরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রাক্তন রাজ্যপালের বিধানসভায় এসে বক্তব্য রাখার ইচ্ছাপ্রকাশ নিয়ে রাজ্য রাজনীতির অলিন্দে নানা আলোচনা শুরু হয়েছে। ধনখড়ের মেয়াদে রাজভবন-নবান্নের বিরোধ বার বার সংবাদ শিরোনামে উঠে এসেছে।

রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কথায়, বিধানসভায় তাঁর ৩৩-৩৪ বছরের সময়কালে কোনও উপ রাষ্ট্রপতিকে আসতে দেখেননি তিনি। চাইলে তিনি বিধানসভায় আসতেই পারেন। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পিকার ও মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #Budget, #WB Legislative Assembly, #West Bengal

আরো দেখুন