দেশ বিভাগে ফিরে যান

ভোটের পরও EVM থেকে তথ্য মোছা যাবে না, কমিশনকে সাফ নির্দেশ শীর্ষ আদালতের

February 13, 2025 | < 1 min read

সুপ্রিম কোর্টে ১০০ শতাংশ VVPAT মিলিয়ে দেখার সব আর্জি খারিজ, ব্যালটে নয়, ভোট হবে EVM-এই

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোটের পর ইভিএম থেকে কোনও তথ্য মুছে দেওয়া নয়। ইভিএম সংক্রান্ত এক মামলায় নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। শীর্ষ আদালত বলছে, ভোটের পরও ইভিএমের মেমোরি পরীক্ষা করা দরকার।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস তরফে সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছিল, ভোটের পরও ইভিএমে সংরক্ষিত নথি খতিয়ে দেখা নির্বাচন কমিশনের অবশ্যকর্তব্য কাজের তালিকায় সংযুক্ত করা উচিত। ইভিএমে এমন কিছু আছে কি-না যার মাধ্যমে হ্যাক করা হতে পারে, তা খতিয়ে উচিত। এডিআরের দাবি, ভোটের পর ইভিএমের হার্ডওয়্যার ও সফটওয়্যার দুই-ই পরীক্ষা করা উচিত। নির্বাচন কমিশনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যুক্ত করা হোক।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে মঙ্গলবার মামলাটি ওঠে। প্রধান বিচারপতি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, “দয়া করে ইভিএমের তথ্য এখন ডিলিট করবেন না বা রিলোড করবেন না। আমরা চাই অন্তত কেউ ওই তথ্য পরীক্ষা করে দেখুক।” সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের অর্থ, আপাতত কমিশনকে ভোট সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে রাখতে হবে।

হরিয়ানা হোক বা মহারাষ্ট্র; নির্বাচনে হারের পর ইভিএমকে কাঠগোড়ায় তুলেছে বিরোধী শিবির। আগেও বার বার হারের কারণ হিসেবে ইভিএমকে দায়ী করা হয়েছে। নির্বাচন কমিশন এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। একাধিকবার সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলাও হয়েছে। ইভিএম বাতিলের দাবিতে আন্দোলনও হয়েছে। সুপ্রিম কোর্ট এখনও অবধি ইভিএম বাতিলের নির্দেশ দেয়নি। শীর্ষ আদালত কমিশনকে ভোটের তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়ায় বিরোধীদের কারচুপি তত্ত্ব আরও জোরাল হতে পারে বলে মত রাজনৈতিক মহলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Supreme Court of India, #EVM, #evm counting, #Election

আরো দেখুন