← দেশ বিভাগে ফিরে যান

ফাইল ছবি।
সংসদের কড়চা: দিনভর অধিবেশনে কী কী করলেন তৃণমূল সাংসদেরা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:
লোকসভা
সৌগত রায়: আয়কর বিল, ২০২৫-এর বিরোধিতা করেন।
রাজ্যসভা
সাকেত গোখলে: ওয়াকফ বিলের উপর যৌথ সংসদীয় কমিটির রিপোর্টে অর্ধ-পৃষ্ঠার ভিন্নমতের নোটগুলি সংশোধন করা হয়েছে কিনা, তা জানতে চান।
ডেরেক ও’ব্রায়েন: অর্থমন্ত্রীর বাজেট জবাবের সময় তিনটি প্রশ্ন করেন।