দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

অশুভ শক্তি বিনাশের লক্ষ্যে মাঘ মাসে গরাম দেবীর পুজো করে বৈগা ও মুণ্ডারি সমাজ

February 15, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথা মেনে মাঘ মাসের যে কোনও শনি কিংবা মঙ্গলবার গরাম দেবীর পূজা করা হয়। গরামদেবী বা গ্রামদেবীর বাহন হাতি ও ঘোড়া। বৈগা ও মুণ্ডারি জাতির মানুষ অশুভ শক্তি বিনাশের লক্ষ্যেই গরামদেবী অর্থাৎ বনদেবীর পুজো করে আসছেন বলে জনশ্রুতি।

মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নারায়ণগড় ব্লকের ভদ্রকালী বাড়গোপাল এলাকায় এই পুজোর উদ্বোধন হয়। সারাদিন ধরে গরাম থানে পুজো সম্পন্ন হওয়ার পর রাতে গ্রামবাসীদের সহযোগিতায় দেবীর বিসর্জন হয়। এদিন গরাম পুজো উপলক্ষে গ্রামের মুন্ডারি সমাজের মানুষজনের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা।

গ্রামের মহিলারাই প্রথমে প্রথা বা রীতি মেনে শোভাযাত্রা সহকারে ঘট মাথায় নিয়ে পবিত্র জল বয়ে নিয়ে আসে। এরপর বাড়গোপাল গ্রামে একটি গাছের নীচে গরাম থানে পুজো হয় বনদেবী তথা গরাম দেবীর। গ্রামের এক বাসিন্দা বলেন মূলত আমাদের মুন্ডারি সমাজের মানুষজন মূর্তি পুজোয় বিশ্বাস করেন না আমরা প্রকৃতির পূজারী। প্রকৃতিকে সুস্থ রাখতে পৃথিবীতে বসবাসকারী বিভিন্ন প্রাণী ও মানুষজনকে ভালো রাখার জন্য আমাদের গরামদেবীর আরাধনা। পৌষ সংক্রান্তিতে আমাদের বছর শেষ হয় নতুন বছর শুরু হয় মাঘ মাস থেকে। আর তাই মাঘ মাসের মঙ্গল কিংবা শনিবার এই পুজো করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Garam Devi

আরো দেখুন