দেশ বিভাগে ফিরে যান

খুশির খবর সুরাপ্রেমীদের জন্য! আমেরিকার বারবন হুইস্কি থেকে ৫০ শতাংশ কর তুলে নিল ভারত

February 15, 2025 | < 1 min read

ছবি সৌজন্যে: Barrel Craft Spirits

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের মাঝেই বারবন হুইস্কির আমদানি শুল্ক একধাক্কায় ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত। দু’দিনের আমেরিকা সফর সেরে শুক্রবার রাতে দিল্লিতে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তবে তার আগেই ভারত সরকার আমেরিকান হুইস্কির উপর থেকে ৫০ শতাংশ কর তুলে নিয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব দফতর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে বলা হয়েছে, আমেরিকার বারবন হুইস্কির আমদানিতে এ বার থেকে ১০০ শতাংশ শুল্ক নেওয়া হবে। আগে শুল্কের পরিমাণ ছিল ১৫০ শতাংশ। অর্থাৎ এই হুইস্কি এবার আরও সস্তায় মিলবে ভারতীয় বাজারে। যা হাসি ফোটাবে সুরাপ্রেমীদের মুখেও।

ভারতে আমেরিকান পণ্যের উপর শুল্কের পরিমাণ নিয়ে আগে একাধিক বার অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। মোদীর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা আগেও তিনি জানিয়েছিলেন, আমেরিকার পণ্যে বড্ড বেশি কর নেয় ভারত। তার পর মোদীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে তাঁর আলোচনা হয়েছে। পরে ট্রাম্প জানান, আপস-আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী তাঁর চেয়েও পটু। দুই দেশের বাণিজ্যনীতি নিয়ে তাঁদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প।

বিশেষজ্ঞদের মনে করছে, ভারত ও থাইল্যান্ডের মতো দেশ মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক চাপানোয় এক্ষেত্রে তাদের উপরেও বড় শুল্ক আরোপিত হতে পারে। এই পরিস্থিতির মধ্যেই জনপ্রিয় এই মার্কিন হুইস্কির উপর থেকে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #america, #USA, #whisky, #American whisky, #Liquors, #Bourbon whisky

আরো দেখুন