খেলা বিভাগে ফিরে যান

ISL25: অ্যাওয়ে ম্যাচে কেরালা কে ৩-০ হারাল মোহনবাগান

February 15, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ জহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স।

প্রথমার্ধের ২৮ মিনিট ও ৪০ মিনিটের মাথায় দুটি গোল করে এগিয়ে দেয় ম্যাকলারেন মোহনবাগানকে। বিরতিতে ২-০ পিছিয়ে পড়ে কেরালা।

দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে ৩য় গোল করেন রদ্রিগেজ। আজ ৩ পয়েন্টের লক্ষ্যেই নেমেছিল সবুজ মেরুন শিবির। ৩-০ গোলে ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Football, #mohunbagan, #ISL, #Kerala blasters

আরো দেখুন