খেলা বিভাগে ফিরে যান

ট্রফির গন্ধ পাওয়া লিস্টনরা আজ কোচিতে জয় পেতে মরিয়া

February 15, 2025 | < 1 min read

ছবি সৌজন্যে: Twitter/@mohunbagansg

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি আইএসএলে টানা আটটি ম্যাচে অপরাজিত মোহন বাগান। ধারাবাহিকতায় অনেক এগিয়ে মোলিনা ব্রিগেড। তবে সারা দেশে অশ্বমেধের ঘোড়া ছোটালেও দক্ষিণে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়েছেন মনবীররা। তবে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়াম হোসে মোলিনার পয়া মাঠ। ন’বছর আগে এখানেই কেরল ব্লাস্টার্সকে হারিয়ে আইএসএল ট্রফি ঘরে তোলেন হিউম, পোস্তিগারা। শনিবার সন্ধ্যায় সেখানেই আরও একটা যুদ্ধে নামছেন স্প্যানিশ কোচ। জিতলে প্রায় মুঠোয় আইএসএলের লিগ-শিল্ড। ট্রফির গন্ধ পাওয়া লিস্টনরা তাই কেরল ব্যারিকেড টপকাতে বদ্ধপরিকর।

গার্ডেন সিটিতে বেঙ্গালুরু এফসি’র কাছে হারতে হয় মোহন বাগানকে। আওয়েন কোয়েলের চেন্নাইয়ানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র হয় ম্যাচ। কোচিতে কি হবে? বিশেষজ্ঞদের ধারণা, ছন্দে থাকলে কামিংসদের রোখা মুশকিল। এই ধরনের ম্যাচে দ্রুত লক্ষ্যভেদ জরুরি। তা বুঝেই আক্রমণাত্মক ফর্মেশন থেকে সরতে নারাজ মোহন বাগান কোচ। কেরল দুর্গে ফাটল ধরাতে ডেড বল মুভমেন্টেও বাড়তি জোর দিচ্ছেন। চলতি মরশুমে বারবার মোহন বাগান ডিফেন্ডাররা লক্ষ্যভেদ করেছেন। শুভাশিস, আলবার্তো আর আলড্রেডের মিলিত গোলসংখ্যা ১২। ফ্রি-কিক বা কর্নারের সময় নিঃশব্দে বিপক্ষ বক্সে হামলা চালান তাঁরা। যুবভারতীতে কেরলের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচেও শেষ মুহূর্তে গোলার মতো শটে নাটকীয় জয় এনে দেন আলবার্তো। কোচিতে অ্যাকশন রিপ্লে দেখা গেলে থিঙ্কট্যাঙ্কের চিন্তা কমবে।

চলতি টুর্নামেন্টে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট মোহন বাগানের। ৭ পয়েন্ট পিছিয়ে মানোলো মার্কুয়েজের প্রশিক্ষণাধীন গোয়া। অর্থাৎ পরের দু’টি ম্যাচ জিতলেই কেল্লা ফতে। সেক্ষেত্রে যুবভারতীতে মোহন বাগান বনাম গোয়া ম্যাচ কার্যত নিয়মরক্ষায় হয়ে দাঁড়াবে। হোসে মোলিনার মন্তব্য, ‘ট্রফি আমাদের হাতে আসবে না। বরং ট্রফির দিকে দলকে এগতে হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#kochi, #mohunbagan, #ISL, #isl 2025

আরো দেখুন