রিচার্জ ছাড়াও সিম কার্ড থাকবে সক্রিয়, জানুন উপায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোবাইল নম্বর চালু রাখতে প্রতি মাসে নিয়ম করে রিচার্জ করতে হয় গ্রাহকদের। যাঁরা রিচার্জ ছাড়াই সিম কার্ড অ্যাক্টিভ বা চালু রাখতে চান, তাঁদের জন্য সুখবর নিয়ে হাজির টেলিকম নিয়ন্ত্রক সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া।
সংস্থা জানাচ্ছে, যদি কোনও গ্রাহক তাঁর সিম কার্ডে টানা ৯০ দিন ধরে কোনও কথা না বলেন, এসএমএস না করেন ডেটা ব্যবহার না করেন বা অন্য কোনও পরিষেবা না নেন, তাহলে সেই সিমটি ‘ডিঅ্যাক্টিভেট’ বা অকেজো হয়ে যাবে। সিমটিতে অন্তত ২০ টাকার রিচার্জ করা থাকে, তাহলে সেই টাকা ৯০ দিন পর কেটে নেওয়া হবে এবং সিমকার্ডটি আরও ৩০ দিন চালু থাকবে। যদি ওই সিমটি ফের গ্রাহক চালু করতে চান, তাহলে তাঁকে পরবর্তী ১৫ দিনের মধ্যে সিমটিতে অন্তত ২০ টাকার রিচার্জ করতে হবে। না হলে সিমটি একেবারেই অকেজো হয়ে যাবে এবং সেই মোবাইল নম্বরটি অন্য কোনও গ্রাহককে দেওয়া হবে।