কলকাতা বিভাগে ফিরে যান

দ্বাদশ ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপিডিশনে দক্ষিণ মহাসাগরে অনুসন্ধান চালাবেন প্রেসিডেন্সির দুই বাঙালি গবেষক

February 15, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার জন্য অত্যন্ত গৌরবের খবর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দুই বাঙালি গবেষক তথা কৃতি যোগ দিচ্ছেন দ্বাদশ ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপিডিশনে। তাঁরা হলেন স্নিগ্ধা ভৌমিক ও সৌম্যশুভ্র বৈষ্ণব। আর্থ সায়েন্স মন্ত্রকের অধীনস্থ ন্যাশনল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশন রিসার্চ এই বৈজ্ঞানিক অভিযানের আয়োজন করেছেন। তাঁরা দক্ষিণ মহাসাগর অর্থাৎ আন্টারটিক মহাসাগরে খোঁজ চালাবেন। দক্ষিণ মহাসাগর আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মতোই গুরুত্বপূর্ণ। এটি জীব বৈচিত্রের আধার। জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দক্ষিণ মহাসাগর।

সমুদ্রে থাকা রবফের স্তর গলে যাওয়া, জলবায়ু পরিবর্তন ও বাস্তুতন্ত্রে তার প্রভাব নিয়ে গবেষণা করছেন স্নিগ্ধা ও সৌম্য। প্রথম বাঙালি মহিলা বিজ্ঞানী হিসাবে দক্ষিণ মহাসাগরের বুকে গবেষণা করবেন স্নিগ্ধা। তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হয়েছেন। সৌম্যশুভ্রের বাড়ি বর্ধমানের রসুলপুরে। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছেন সৌম্য। স্নিগ্ধা ও সৌম্যের সাফল্য বাংলার বৈজ্ঞানিক গবেষণার সমৃদ্ধ ইতিহাসে আরও একটি অধ্যায় সংযোজন করল।

TwitterFacebookWhatsAppEmailShare

#presidency university, #Bengali Researchers, #Southern Ocean, #Indian Scientific Expedition

আরো দেখুন