খেলা বিভাগে ফিরে যান

৩৮তম জাতীয় গেমসে সোনা জয়ের হ্যাটট্রিক বাংলার মেয়ে প্রণতির

February 16, 2025 | < 1 min read

৩৮তম জাতীয় গেমসে সোনা জয়ের হ্যাটট্রিক বাংলার মেয়ে প্রণতির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৩৮তম জাতীয় গেমসের আসর বসেছিল উত্তরাখণ্ডের দেরাদুনে। সেখানে নজির গড়লেন বাংলার মেয়ে প্রণতি। জিমন্যাস্টিকসে দলগত ও ব্যক্তিগত ইভেন্ট মিলিয়ে তিনটি স্বর্ণপদক ও একটি রুপো জিতলেন জয়নগরের প্রণতি দাস।

চলতি মাসের ছ’তারিখ দেরাদুনে শুরু হয়েছিল জাতীয় গেমস। বৃহস্পতিবার তা শেষ হয়েছে। প্রতিযোগিতায় ১৬টি স্বর্ণ পদক জিতেছে বাংলার খেলোয়াড়রা। পদক তালিকায় বাংলার স্থান আট। দলগত ইভেন্টের পাশাপাশি আনইভন বার ও ফ্লোর এক্সারসাইজ বিভাগে সোনা জয় করেন প্রণতি। বাংলার হয়ে এবারের জাতীয় গেমসে সবথেকে বেশি পদক জিতে নজির গড়লেন তিনিই।

জয়নগরের দুর্গাপুর শ্যামাসুন্দরতলায় প্রণতির বাড়ি। তাঁর বাবা প্রদীপ দাস কারখানায় কাজ করেন। মা রুমাদেবী গৃহবধূ। প্রণতিরা দুই ভাই বোন, দু’জনেই জিমন্যাস্ট। খেলার সুবাদে রেলে চাকরি পেয়েছেন প্রণতি। জয়নগরের সৃজনি ক্লাবের অতীশ জিমন্যাসিয়ামে প্রাথমিক কসরত শুরু করেছিলেন প্রণতি। তাঁর সাফল্যে খুশি গোটা জয়নগর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gymnastic, #2025 National Games of India, #38th National Games, #38th National Games of India, #Pranati Das

আরো দেখুন