নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় মৃতদের নাম, পরিচয় প্রকাশ দিল্লি পুলিশের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহতেরা এখনও চিকিৎসাধীন। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে। মৃত ১৮ জনের নাম এবং পরিচয় প্রকাশ করেছে দিল্লি পুলিশ। মৃতদের মধ্যে ন’জন বিহারের বাসিন্দা। দিল্লির বাসিন্দা আট জন। এক জন হরিয়ানার বাসিন্দা।
মৃতদের নাম:
আহা দেবী (বয়স ৭৯)।
পিঙ্কি দেবী (বয়স ৪১)।
শীলা দেবী (বয়স ৫০)।
ব্যোম (বয়স ২৫)।
পুনম দেবী (বয়স ৪০)।
ললিতা দেবী (বয়স ৩৫)।
সুরুচি (বয়স ১১)।
কৃষ্ণা দেবী (বয়স ৪০)।
বিজয় শাহ (বয়স ১৫)।
নীরজ (বয়স ১২)।
শান্তি দেবী (বয়স ৪০)।
পূজা কুমার (বয়স ৮)।
সঙ্গীতা মালিক (বয়স ৩৪)।
পুনম (বয়স ৩৪)।
মমতা ঝা (বয়স ৪০)।
রিয়া সিংহ (বয়স ৭)।
বেবি কুমারী (বয়স ২৪)।
মনোজ (বয়স ৪৭)।
নয়াদিল্লি স্টেশনে কুম্ভযাত্রীদের ভিড়ে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। শনিবারের দুর্ঘটনার তদন্তের জন্য দুই সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রেল। অভিযোগ, দু’টি ট্রেন সময়ে না-আসায় তৃতীয় ট্রেন স্টেশনে ঢুকতে শুরু হয় হুড়োহুড়ি। ভিড়ের জেরে অনেকেই পড়ে গিয়েছিলেন। তাঁদের মাড়িয়ে চলে যান বাকিরা। তাতেই বিপত্তি বাঁধে। আঠারোজনের মৃত্যু হয়। রেলের তরফে ইতিমধ্যে মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। যাঁদের আঘাত গুরুতর, তাঁরা আড়াই লক্ষ ও যাঁদের আঘাত ছোটখাটো, তাঁরা এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবেন বলে ঘোষণা করা হয়েছে।