দেশ বিভাগে ফিরে যান

জানেন ভারতের কোন রাজ্যে মহিলারা সবচেয়ে বেশি মদ্যপান করেন?

February 16, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ভারতের কোন রাজ্যে মহিলারা সবচেয়ে বেশি মদ্যপান করেন? কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক পরিচালিত সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে বেশ অবাক করা পরিসংখ্যান।

সমীক্ষায় দেখা গেছে যে আসামে মহিলাদের মদ্যপানের হার সবচেয়ে বেশি। যেখানে জাতীয় গড় ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের মধ্যে মদ্যপানের হার ১.২%, আসামে এই হার উল্লেখযোগ্যভাবে বেশি, যা ১৬.৫%।

আসামের পরে মেঘালয় রয়েছে, যেখানে একই বয়সের গোষ্ঠীর ৮.৭% মহিলারা মদ্যপান করেন। যদিও আসামের তুলনায় কম, এই হার জাতীয় গড়ের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

তালিকায় অরুণাচল প্রদেশ তৃতীয় স্থানে রয়েছে। যদিও এই রাজ্যের মহিলাদের মধ্যে মদ্যপান আগের বছরের তুলনায় কমেছে। অরুণাচল প্রদেশে ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের মধ্যে ৩.৩ শতাংশ মদ্যপান করেন।

মজার ব্যাপার হল, দেশের মধ্যে পুরুষ মদ্যপানকারীদের হার সবচেয়ে বেশি অরুণাচল প্রদেশেই। উত্তর পূর্ব ভারতের এই ছোট্ট রাজ্যে ১৫-৪৯ বছর বয়সী পুরষদের মদ্যপানের হার ৫৯ শতাংশ।

মহিলাদের মদ্যপানের ক্ষেত্রে অরুণাচল প্রদেশের পর তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে সিকিম এবং ছত্তিশগড়। সিকিমে ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের মদ্যপানের হার ০.৩ শতাংশ। ছত্তিশগড়ে একই বয়েসের ০.২ শতাংশ মহিলা মদ্যপান করেন।

ঝাড়খণ্ড এবং ত্রিপুরা, এই দুই রাজ্যে আগে মহিলাদের মদ্যপানের হার ছিল যথাক্রমে ৯.৯ শতাংশ এবং ৯.৬ শতাংশ ছিল। যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। বর্তমান পরিসংখ্যান অনুসারে ঝাড়খণ্ডে ০.৩ শতাংশ এবং ত্রিপুরায় ০.৮ শতাংশ মহিলা মদ্যপাম করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Women, #assam, #drinking

আরো দেখুন