রাজ্য বিভাগে ফিরে যান

বঙ্গ BJP-তে কোন্দল! দিব্যেন্দু কাঁটায় শুভেন্দুকে বিঁধতে সক্রিয় পদ্মপার্টির বিক্ষুব্ধ গোষ্ঠী?

February 16, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তোলপাড় রাজ্য বিজেপিতে! শুক্রবার রাতে করা পদ্মপার্টির বঙ্গ শাখার সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের এক ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই, বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর করা স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের সুপারিশের কথা উল্লেখ করে পোস্ট করেন জগন্নাথ। রাজ্যের কোন নেতা এসএসসিতে চাকরির জন্য কত সুপারিশ করেছেন, সেই তালিকা দিয়েছিলেন তিনি। প্রথমেই ছিল দিব্যেন্দুর নাম। দিব্যেন্দু ছাড়াও প্রাক্তন আইপিএস তথা বর্তমান বিজেপি নেত্রী ভারতী ঘোষের নামও উল্লেখ করেন জগন্নাথ। দলের জাতীয় মুখপাত্রের তালিকাতেও রয়েছেন ভারতী। জগন্নাথ পোস্টে লেখেন, কোনও সেটিং নেই, কেউ ছাড় পাবেন না। একটু সময় লাগতে পারে! বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতা তথা বিরোধী দলনেতার ভাইকে টার্গেট করায় বঙ্গ বিজেপিতে কোন্দল শুরু হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, শুভেন্দুর পরিবারের ক্ষমতা খর্ব করতে বঙ্গ বিজেপিতে একটা লবি সক্রিয়, তারই বহিঃপ্রকাশ ঘটল। বিতর্ক শুরু হওয়ায় কেন্দ্রীয় নেতৃত্বের চাপে অবশেষে শনিবার বিকেলে সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট তুলে নেন জগন্নাথ। পোস্ট দেখে শনিবার দুপুরে দিল্লিতে নালিশ করেন ক্ষুব্ধ শুভেন্দু এমনই শোনা যাচ্ছে। এরপরই দিল্লির কেন্দ্রীয় নেতারা জগন্নাথকে পোস্টটি মুছে ফেলার নির্দেশ দেন।

প্রসঙ্গত আদালতে পেশ হওয়া নথিতে সিবিআই দাবি করেছে, প্রাথমিকে নিয়োগের জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‌্যায়ের কাছে চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন একাধিক রাজনৈতিক নেতানেত্রী। তালিকায় রয়েছে দিব্যেন্দু, ভারতীর নাম। পাশাপাশি আরও কয়েক জনের নাম রয়েছে। বিজেপি নেতা-নেত্রীদের নাম থাকা তালিকাটি জগন্নাথ কেন সোশ‌াল মিডিয়ায় পোস্ট করলেন, তা নিয়েই জল্পনা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। দলের একাংশের মতে, শুভেন্দুকে চাপে ফেলতে এই পোস্ট করা হয়েছে।

বিজেপির রাজ‌্য সাধারণ সম্পাদকের পোস্টটি অনেকেই শেয়ায় করেছেন। বিজেপির এক নেতার মতে,
সোশাল মিডিয়ায় এমন পোস্ট করার কোনও দরকার ছিল না। দাবি করা হচ্ছে, উদ্দেশ্য নিয়েই দিব্যেন্দু অধিকারীর নামটা দিয়ে পোস্ট করা হয়েছে। দিব্যেন্দু অধিকারীর আইনজীবীও লিগ্যাল নোটিশ পাঠান জগন্নাথ চট্টোপাধ‌্যায়কে। সন্মানহানির জন‌্য ইচ্ছাকৃতভাবে ও অসৎ উদ্দেশ্যে এই পোস্ট করা হয়েছে বলে লিগ‌্যাল নোটিশে লেখা হয়েছে। বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর বক্তব্য, “ফেসবুক পেজে আমার নামে পোস্ট করার জন্যে আমার আইনজীবী শনিবার লিগ‌্যাল নোটিশ পাঠিয়েছেন। তারপরে আইন মোতাবেক ব‌্যবস্থা নেওয়া হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #Dibyendu Adhikari, #bjp

আরো দেখুন