দেশ বিভাগে ফিরে যান

নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ, সরব তৃণমূল

February 16, 2025 | 2 min read

নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ, সরব তৃণমূল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কুম্ভমেলাকে কেন্দ্র করে আরও এক দুর্ঘটনা ঘটে গেল। শেষ পাওয়া খবর অনুযায়ী, পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ১৮ জন মানুষ। নয়াদিল্লি স্টেশনে শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। যদিও রেলের তরফে প্রথমে এই দুর্ঘটনাকে গুজব বলে দেগে দেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। এতেই ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে সরব হয়েছেন এক্স হ্যান্ডেলে।

সাকেত লিখছেন, “যথেষ্ট হয়েছে। গতকাল রাতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু ও অনেকের আহত হওয়ার ঘটনায় আমি স্তম্ভিত। মৃতদের পরিবারগুলিকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” এরপরই সাকেত অভিযোগ করেন, “দুর্ঘটনার পর চার ঘন্টা ধরে রেল তা অস্বীকার করতে থাকে। পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুকে গুজব বলে চালানোর চেষ্টা করে রেল। গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। মোদীর পার্ট টাইম রেলমন্ত্রী আশিনী বৈষ্ণবের হাতে আবারও রক্তের দাগ লাগল।”

সাকেত আরও লেখেন, “ভারতীয় রেলে দুর্ঘটনার জেরে মৃত্যুর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। যদিও যাত্রী সুরক্ষা, ভিড় সামাল দেওয়ার মতো সমস্যা সমাধানের বদলে রেলমন্ত্রী রিল ভিডিও পোস্ট করতে ব্যস্ত। রেলমন্ত্রীর যদি নূন্যতম দায়িত্বজ্ঞান থেকে থাকে, তাহলে তাঁর উচিত পদত্যাগ করা। মানুষের জীবন নিয়ে মোদী যদি বিন্দুমাত্র চিন্তিত হন, তবে এখনই রেলমন্ত্রীকে বরখাস্ত করা উচিত।”

তৃণমূল সাংসদের মতে, মহাকুম্ভ তথা প্রয়াগরাজগামী ভিড়ে ঠাসা ট্রেনগুলোর ছবি, ভিডিও বার বার দেখা গিয়েছে। সদইচ্ছা থাকলে এই দুর্ঘটনা রুখে দেওয়া যেত। এই নিয়ে দ্বিতীয়বার কুম্ভকে কেন্দ্র করে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। পবিত্র কুম্ভমেলা মোদী ও যোগী সরকারের প্রচারের হাতিয়ারে পরিণত হয়েছে। কোটি কোটি মানুষকে কুম্ভ সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে কিন্তু তাদের জন্য কোনওরকম ব্যবস্থা করা হয়নি। বিন্দুমাত্র তাদের সুরক্ষা কথা ভাবেনি ডবল ইঞ্জিন যোগী সরকার। ভারতীয়দের জীবনকে এত সস্তাভাবে দেখা সমীচিন নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Stampede, #New Delhi Station

আরো দেখুন