দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

হুগলিতে বুথ কমিটি তৈরি করতে নাকানিচোবানি খাচ্ছে BJP

February 17, 2025 | < 1 min read

হুগলিতে কোনওমতেই সংগঠন মজবুত করতে পারছে না বিজেপি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কোনওমতেই সংগঠন মজবুত করতে পারছে না বিজেপি, দলের অন্দরের খবর হুগলি সাংগঠনিক জেলায় বুথ কমিটি তৈরি করতে গিয়ে নাকানিচোবানি খাচ্ছে বিজেপি। সদস্যের অভাবে কমিটি তৈরিই করা যায়নি। কোথাও কাগুজে কমিটি তৈরি করে, রিপোর্ট দাখিল করে দায় সেরেছে নেতৃত্ব। হুগলি জেলায় মাত্র ৫০ শতাংশ বুথে কমিটি তৈরি করতে পেরেছে গেরুয়া পার্টি। তাও করা হয়েছে লের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়ার মর্যাদা রাখতে। দলের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছিল, মোট বুথের অন্তত ৫০ শতাংশ কমিটি তৈরি না-হলে সাংগঠনিক নির্বাচন করা যাবে না। দলের বেহাল পরিস্থিতি সামনে এসেছে। সদস্য সংগ্রহ অভিযান নিয়েও উঠছে প্রশ্ন।

সম্প্রতি সদস্য সংগ্রহ অভিযান করেছে বিজেপি। তারপরই সাংগঠনিক নির্বাচন ও বুথ কমিটি গড়তে নেমেছিল তারা। বিজেপির হুগলি সাংগঠনিক জেলায় প্রায় ২১০০টি বুথ আছে। তার মধ্যে মাত্র এক হাজার বুথে কমিটি গড়তে পেরেছে তারা। যে হাজারটি কমিটি গড়া হয়েছে, তার মধ্যে অন্তত ২০০টি বুথে মাত্র তিনজনের কমিটি গড়া হয়েছে বলে জানা যাচ্ছে।

যে ৪৫ বা ৫০ শতাংশ বুথে কমিটি হয়েছে, তাতেও কতটা লাভ হবে, আদৌ হবে কি-না তা নিয়ে প্রশ্ন থাকছে। তৃণমূলের বক্তব্য, গেরুয়া পার্টির উপরে মানুষের আস্থা নেই। নানা ঘটনা বারবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তাদের এরকম বেহাল দশাই হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Hoogly, #bjp

আরো দেখুন