দেশ বিভাগে ফিরে যান

লোকসভা ভোটে বাজেয়াপ্ত সামগ্রীর মূল্য দশ হাজার কোটি, শীর্ষে মোদীর রাজ্য গুজরাত!

February 17, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নির্বাচনের সময় হিসাব বহির্ভূত নগদ, মদ, সোনা-রুপো, মাদকের ধরা পড়া প্রশ্ন তুলে দিচ্ছে। সাধারণত ভোটারদের মন জয়ের জন্য এসব উপহার বিলি করা হয়। এমন সামগ্রী উদ্ধারের তালিকায় শীর্ষ উঠে এসেছে মোদী রাজ্য গুজরাত। পিছিয়ে নেই ডাবল ইঞ্জিনের রাজ্য মহারাষ্ট্রও। খোদ নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে।

মোট নগদ উদ্ধার হয়েছে ১ হাজার ৬৬ কোটি ৫৯ লক্ষ টাকার। হিসেব বহির্ভূত সোনাদানা ১ হাজার ৪৮৬ কোটি ৩৪ লক্ষ টাকার। গুজরাত থেকে সবচেয়ে বেশি হিসেব বহির্ভূত সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। যা টাকার অঙ্কে ১ হাজার ৪৬৪ কোটি ৩০ লক্ষ। লোকসভা ভোটে গুজরাত থেকে ১ হাজার ১৮৭ কোটি ৮৬ লক্ষ টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত হয়েছে। যা দেশের মধ্যে সর্বাধিক। সবচেয়ে বেশি হিসেব বহির্ভূত নগদ বা‌জেয়াপ্ত হয়েছে ডাবল ইঞ্জিন মহারাষ্ট্রে, মোট ১৩৬ কোটি ৪১ লক্ষ টাকা।

দলীয় সাহায্যের বাইরে এক একজন প্রার্থী লোকসভা ভোটে ৯৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারেন। নির্বাচন কমিশন প্রকাশিত ‘অ্যাটলাস-২০২৪’ রিপোর্টের তথ্য বলছে, প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি খরচ করেছেন কংগ্রেসের সাংসদ শশী থারুর। ৯৪ লক্ষ ৮৯ হাজার ৮৪৬ টাকা। সবচেয়ে কম খরচ করেছেন তৃণমূলের প্রতিমা মণ্ডল। মাত্র ১২ হাজার ৫০০ টাকা। ২০২৪ সালের লোকসভা ভোটে ১০ হাজার ১০৬ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের হিসেব বহির্ভূত সামগ্রী ধরা পড়েছে। যা এখনও পর্যন্ত সর্বাধিক।

গোটা দেশে প্রার্থীরা মোট খরচ করেছেন ৮৬২ কোটি ৬৮ লক্ষ ৮০ হাজার ২৭৩ টাকা। প্রার্থী হিসেবে সর্বাধিক খরচের তালিকায় শীর্ষে শশী থারুর। চতুর্থ স্থানে বিজেপির কঙ্গনা রানাওয়াত। ব্যক্তিগতভাবে খরচ করেছেন ৯৪ লক্ষ ২৯ হাজার ৮৮৫ টাকা। ষষ্ঠ স্থানে তৃণমূলের দীপক অধিকারী (দেব) খরচ করেছেন ৯৩ লক্ষ ৬২ হাজার ৬৯৮ টাকা। খরচের হিসাবে রাহুল গান্ধী দশম স্থানে। খরচ করেছেন ৯২ লক্ষ ৮২ হাজার ৯৪৯ টাকার। সবচেয়ে কম খরচ করেছেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lok Sabha Election, #Gujrat

আরো দেখুন