দেশ বিভাগে ফিরে যান

দেশের মুখ্য নির্বাচন কমিশনার হলেন শাহের বিশ্বস্ত পাত্র হিসাবে পরিচিত জ্ঞানেশ কুমার

February 18, 2025 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার পদে প্রবীণ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেই নিয়োগ করল মোদী সরকার। ১৯৮৯ ব্যাচের আইএএস অফিসার হরিয়ানার মুখ্য সচিব বিবেক যোশীকে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত সুখবীর সিং সান্ধুও তার পদে বহাল থাকবেন।

সূত্রের খবর, সোমবার (১৭ ফেব্রুয়ারি) পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরাহিত্যে উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক বসেছিল। কমিটির বাকি দুই সদস্য হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকেই রাজীব কুমারের উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হয়েছে ১৯৮৮ ব্যাচের কেরল ক্যাডারের আইএএস আধিকারিককে। আমলা মহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশ্বস্ত পাত্র হিসাবেই পরিচিত জ্ঞানেশ কুমার।

আজ মঙ্গলবার, অবসর নিচ্ছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এত দিন রীতি ছিল, কোনও মুখ্য নির্বাচন কমিশনার অবসরে গেলে, তাঁর পরিবর্তে যিনি প্রবীণ নির্বাচন কমিশনার থাকবেন তিনিই শীর্ষ পদে বসবেন। মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে যাতে রাজনৈতিক পক্ষপাতিত্ব না ঘটে তার জন্য ২০২৩ সালের মার্চ মাসে দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, দেশে নির্বাচন কমিশনারদের নিয়োগ করবে একটি কমিটি। আর সেই কমিটির সদস্য হিসাবে থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ বলেছিল বিরোধী দলগুলি।

কিন্তু মোদী সরকার তড়িঘড়ি সরকার প্রস্তাবিত কমিটি থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম ছাঁটাই করে ‘প্রধানমন্ত্রীর প্রতিনিধি এক কেন্দ্রীয় মন্ত্রী’র নাম নিয়োগ কমিটিতে ঢোকাতে সংসদের শীতকালীন অধিবেশনে ‘চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনারস’ (অ্যাপয়েন্টমেন্ট, কন্ডিশনস অফ সার্ভিসেস অ্যান্ড টার্মস অফ অফিস) বিল ২০২৩’ পাশ করানো হয়েছিল। যার ফলে নির্বাচন কমিশনের কাজের ধারা সম্পর্কে সড়গড় নন, এমন আমলাও সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হতে পারবেন। ওই নয়া বিধি অনুযায়ী রাজীবের বিকল্প বেছে নিতে সার্চ কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি বর্তমান দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিংহের পাশাপাশি আরও তিনটি নাম সম্ভাব্য মুখ্য নির্বাচন কমিশনারদের তালিকায় রেখেছিল। সেই তালিকা থেকে পরবর্তী নির্বাচন কমিশনার বেছে নিতে প্রধানমন্ত্রীর পৌরাহিত্যে বৈঠক হয়। যদিও মুখ্য নির্বাচন কমিসনার বাছাইয়ে তাড়াহুরো করার ক্ষেত্রে আপত্তি জানিয়ে ভিন্নমত পোষণের নোট দেন রাহুল গান্ধি।

নতুন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশই চলতি বছরের শেষের দিকে বিহার এবং আগামী বছরের গোড়ার দিকে পশ্চিমবঙ্গ, তামিলনাডু, অসম ও কেরলের বিধানসভার ভোট পরিচালনা করবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Eci, #Gyanesh Kumar, #Election Commision of India

আরো দেখুন