রাজ্য বিভাগে ফিরে যান

ফের কোন্দল গেরুয়া শিবিরে! অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে পদ্ম পার্টির অন্দরে জ্বলছে আগুন

February 18, 2025 | < 1 min read

অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: হলদিয়ায় ভারতীয় মজদুর সঙ্ঘের সমাবেশকে কেন্দ্র করে চরমে পৌঁছল বিজেপির অন্দরের কোন্দল। সমাবেশে আমন্ত্রণ না পাওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। সমাবেশে এসে তাপসী মণ্ডলের বিরুদ্ধেই মন্তব্য করেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “কেউ কেউ এখান থেকে ভাঙিয়ে অন্য সংগঠন করছেন।”

রবিবার, হলদিয়ার বিবি ঘোষ অডিটোরিয়ামে বিএমএসের সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার দুই বিজেপি সাংসদ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন্দু অধিকারী, উপস্থিত ছিলেন সেখানে। আমন্ত্রণ পাননি হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। আরএসএসের শ্রমিক সংগঠন বিএমএস। তবে বিজেপির নেতা কর্মীরাই কমিটির প্রধান সদস্য।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “বিএমএসের ওপর যারা নির্ভর করেন, তাঁদেরকে বিজেএমসি-তে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমাদের দলের দু-একজন নেতার উদ্যোগে এই চেষ্টা হচ্ছে। আমি তাদের সাবধান করেছি, এরা আপনাদের দ্বারা প্রতারিত করবে। এটা পুরোপুরি প্রতারণামূলক একটি সংগঠন।”

তাপসী মণ্ডল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “যেকোনও শ্রমিকের অধিকার রয়েছে নিজের সংগঠন গঠনের। আর সাংসদ মহাশয় হলদিয়া সম্পর্কে কিছু জানেন না। উনি নতুন এসেছেন, আস্তে আস্তে শহরের পরিস্থিতি বুঝবেন। আমি কখনও শ্রমিক সংগঠন পরিচালনা করিনি। আমি তো শুধু রাজনীতির কথা জানি, শ্রমিকদের অধিকার সুরক্ষিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

বিজেপির অন্দরে কোন্দল বাড়ছে, সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠছে। একে অপরকে আক্রমণ করার ঘটনা ভবিষ্যতে দলের জন্য বিপদজনক হতে পারে দেব বিজেপির অনেকেই মনে করছেন। তৃণমূল নেতারাও খোঁচা দিতে ছাড়েননি। তাদের মতে, বিজেপির অন্দরে লড়াই চলছে, দলের একদল নিজের স্বার্থ পূরণ করতে অন্যদের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছেন। রাজনৈতিক মহলের ধারণা, এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরেই আরও বড় ধরনের কোন্দল হতে পারে বলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #Haldia, #Abhijit ganguly

আরো দেখুন