চরমে গোষ্ঠী কোন্দল! বনগাঁ সাংগঠনিক জেলায় BJP-র রদবদল স্থগিত

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজ্যের একাধিক সাংগঠনিক জেলায় সম্প্রতি বিজেপির মণ্ডল সভাপতি পদে রদবদল করা হয়েছে। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপিতে এখনও রদবদল আনেনি বঙ্গ বিজেপি। যা নিয়ে গুঞ্জন আরম্ভ হয়েছে। সূত্রের খবর, বনগাঁ সাংগঠনিক জেলায় বিধায়করা উচ্চ নেতৃত্বকে নানা বিষয়ে অভিযোগ জানিয়েছেন। তাই বনগাঁয় মণ্ডল সভাপতি পদে রদবদল স্থগিত রয়েছে। এই বিষয়ে বিজেপির উচ্চ নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সোমবার বিজেপি অফিসে দলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল এবং বিজেপির অন্য নেতারা হাজির ছিলেন। জেলার কোনও বিধায়কই ওই বৈঠকে ছিলেন না।
বিজেপির বিধায়কদের দাবি, সাংগঠনিক কাজে তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। তারা তা দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন। সাংসদ শান্তনু ঠাকুর বলেন, “সংগঠন নয়, বিধায়কদের উচিত তাঁদের বিধানসভা এলাকায় নজর দেওয়া। তাঁদের জিততে হবে। এগুলো করে জেতার ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন তাঁরা।” বিধায়কদের দাবি, নির্বাচনে জিততে শক্ত সংগঠন থাকা জরুরি। শক্তি প্রমুখ, বুথ সভাপতি, মণ্ডল সভাপতি; এঁরাই ভোটে দলকে জেতানোর কাজটা করেন। ফলে সংগঠন ভালো না-হলে কোনওভাবে নির্বাচনে জেতা সম্ভব নয়।