মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি সংসদের

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এবার মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল সংসদ। মোবাইল এবং যেকোনও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশ, মোবাইল ফোনের পাশাপাশি যেকোনও ধরনের ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা তথা অ্যাডমিট কার্ড বাতিল হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পরীক্ষা দিতে পারবে না সেই পরীক্ষার্থী।
বিজ্ঞপ্তি দিয়ে সংসদ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় প্রত্যেকটি পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার পরই পরীক্ষাকেন্দ্র ঢুকতে পারবে পরীক্ষার্থীরা। সংসদের নির্ধারিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনও স্মার্ট ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকলে বা ধরা পড়লে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করবে সংসদ।
পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে সংসদ। জানিয়েছে, পরীক্ষার দিনগুলিতে তাঁরা যেন মোবাইল ফোন না নিয়ে আসেন। ফোন নিয়ে আসলে তা ভেনু সুপারভাইজারের কাছে জমা রাখতে হবে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে।