দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

এবার বানতলা চর্মনগরীর পরিচালনার দায়িত্ব নিচ্ছে রাজ্য

February 18, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বানতলা চর্মনগরীকে যাতে আরও উন্নতমানের করা যায় এবং সেখানে কর্মসংস্থান বৃদ্ধি করা যায় সেই চেষ্টায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই এবার বানতলা চর্মনগরী পরিচালনার যাবতীয় দায়িত্ব নিজের অধীনে নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার। এতদিন তা দেখভাল করত ক্যালকাটা লেদার কমপ্লেক্স ট্যানারি বা অ্যাসোসিয়েশন সিএলসিটিএ। এবার থেকে তা আর সংগঠনের হাতে না রাখার সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সোমবার এ নিয়ে নবান্নে এক বৈঠকে সংগঠনের কর্তাদের এই  প্রস্তাব দেওয়া হয়।

বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, বানতলা চর্মনগরী পরিচালনার দায়িত্ব যজ্য সরকার নিতে চায়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পুর ও নগোরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান, মুখ্যসচিব মনোজ পন্থ–সহ সিনিয়র অফিসাররা। এই প্রস্তাব মুখ্যমন্ত্রী দিতেই তাতে রাজি হন ক্যালকাটা লেদার কমপ্লেক্স ট্যানারি অ্যাসোসিয়েশনের কর্তারা। তখন আলোচনা হয় হস্তান্তর প্রক্রিয়া নিয়ে। চর্মনগরীর পরিচালনার দায়িত্বে আসতে চলেছে কেএমডিএ বলে নবান্ন সূত্রে খবর।

রাজ্যে এখন বিনিয়োগের প্রস্তাব এসেছে। শিল্প–কলকারখানা বেড়ে উঠুক চাইছেন খোদ মুখ্যমন্ত্রী। আর তাহলেই বাংলার ছেলেমেয়েরা চাকরি পাবেন। বিপুল কর্মসংস্থান হলেই মানুষের হাতে টাকা আসবে। আর অর্থনীতির চাকা জোরে ঘুরবে। সেক্টর–৫ তথ্যপ্রযুক্তি হাব রয়েছে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটির অধীনে। আর ২০১৫ সাল থেকে বানতলা চর্মনগরী সরকারিভাবে নগোরন্নয়ন দফতরের অধীনে আছে। সেক্টর–৬ ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপের অংশ হয়ে। কদিন আগে চর্মনগরীর নিকাশি নালা পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়। তখন থেকেই কড়া অবস্থান নেয় নবান্ন। যার জন্য শ্রমিকদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়। তাই সেক্টর–৬ ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ বা বানতলা চর্মনগরীর পরিচালনার দায়িত্ব হাতে নিতে চাইছে রাজ্য সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Govt, #Bantala

আরো দেখুন