নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিয়ালদহ স্টেশন দিয়ে প্রতিদিন লক্ষাধিক যাত্রী যাতায়াত করে। গরম পড়ায় মানুষের ঠান্ডা জল চাই। সেই কারণেই ঠান্ডা জলের কিয়স্ক বসানো হয়েছিল। সেই কল উধাও হয়। কেবল কিয়স্ক রয়েছে। যদিও ঠান্ডা জলের কিয়স্ক কেউ ব্যবহার করতে পারবেন না। কিয়স্কে লাগানো কল, কেউ বা কারা খুলে নিয়ে চলে গেছে। এক যাত্রী এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন। এখনও নতুন কল বসানো হয়নি। গরম পড়তে না পড়তে যাত্রীদের চরম ভোগান্তি শুরু হয়েছে।
যাত্রীদের নানা ধরণের সুবিধা দেওয়ার জন্য শিয়ালদহ স্টেশন পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছে। পানীয় জলের জায়গার পাশে আলাদা করে এই ঠান্ডা জলের কিয়স্ক বসানো হয়েছিল। সেই কল চুরি গিয়েছে। রেল জানিয়েছে, তদন্ত করে দেখা হবে কীভাবে এই ঘটনা ঘটল। কিয়স্ক যাতে ব্যবহার করা যায় সে বিষয়ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রেল।