কী এমন তথ্য দিলেন মার্ক জুকারবার্গ যা শুনে নেটিজেনদের চিন্তার ভাঁজ কপালে?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মার্ক জুকারবার্গের মতে আগামী ১০ বছরের মধ্যে হারিয়ে যাবে মোবাইল ফোন। তার জায়গা নিয়ে নেবে স্মার্ট গ্লাস। মানুষের জীবন এতটা বেশি ডিজিটাল হয়ে যাবে যে সেখান থেকে মোবাইল ফোনকে জাদুঘরে রেখে দিয়ে আসতে হবে। এই প্রযুক্তি প্রতিটি মানুষের জীবনকে একেবারে বদলে দেবে।
কি থাকবে এই স্মার্ট গ্লাসে? প্রশ্নের উত্তরে মার্ক জুকারবার্গ জানান, স্মার্ট গ্লাস এতটাই হাল্কা হবে যে একে প্রতিটি মানুষ সারাদিন নিজের চোখে পড়ে থাকলেও কোনও সমস্যা হবে না। সেখানে পকেট থেকে মোবাইল বের করতে হবে না। মোবাইলের সমস্ত কাজই সেরে ফেলবে স্মার্ট গ্লাস। তার সঙ্গে যুক্ত থাকবে কানের হেডফোন। যদি ফোন আসে তাহলে মানুষ নিজের চোখেই সেই নম্বরটি দেখতে পারবেন। সেইমতো স্মার্ট গ্লাসে ক্লিক করলেই সোজা কথা বলতে পারবে মানুষ।
মোবাইল ছাড়া জীবন একেবারে অচল। জুকারবার্গের কাছে এই তথ্য শুনে রীতিমতো অবাক নেটিজেনরা। মেটা এবং অ্যাপেলের পক্ষ থেকে কোটি কোটি স্মার্ট গ্লাস তৈরির কাজে নেমেছেন। স্মার্ট গ্লাসকে প্রথম সারিতে নিয়ে আসার জন্য তারা দিনরাত এক করে কাজ করছেন। চোখের পলক ফেলামাত্র যেন সমস্ত কাজ ডিজিটালি করা যায়। সেখান থেকে সুরক্ষিত থাকবে মানুষের যাবতীয় তথ্য।