অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি স্মার্টফোনের মাধ্যমে ই-মেইল আদান–প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেন অনেকে। যুগের সঙ্গে তাল মিলিয়ে ইন্টারনেট পরিষেবাতেও পরিবর্তন আনা হয়েছে৷ ২ জি থেকে ৫জি নেটওয়ার্ক-এর সুবিধা উপভোগ করছে দেশবাসী৷ শুধুমাত্র মেট্রো শহর নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলিও এখন উন্নত ইন্টারনেট পরিষেবা পৌঁছে গিয়েছে৷ কিন্তু অনেক সময় ধীরগতির ইন্টারনেটের কারণে ফোনে স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহার-সহ ভিডিও দেখা যায় না। ফলে বিরক্ত হন কেউ কেউ।
অনেক সময় ফোনে ব্যবহৃত ইন্টারনেট প্যাকেজ বা ডেটা প্ল্যানের কারণে ইন্টারনেটের গতি কমে যায়। তবে ডেটা প্ল্যান ঠিক থাকলে ফোনে কিছু বিষয় পরীক্ষা করে দেখে নেওয়া যেতে পারে। অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট কাজ না করলে যেসব বিষয় পরীক্ষা করতে হবে, তা দেখে নেওয়া যাক।
ফোন রিস্টার্ট: দীর্ঘসময় ধরে ব্যবহারের ফলে স্মার্টোফনের সফটওয়্যারে সমস্যা তৈরি হতে পারে৷ তার কারণেও স্মার্টফোন ধীরে চলতে পারে৷ এইক্ষেত্রে সফ্টওয়্যারটি রিফ্রেশ করতে জন্য স্মার্টফোনটিকে রিস্টার্ট করতে পারেন৷ সফটওয়্যারটি কিছুক্ষণ বন্ধ থাকবে৷ কার্যকারিতা আরও বাড়বে৷
ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা: অনেক সময়, দেখা যায় ফোনের ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ চালু থাকে৷ যার ফলে অকারণে ফোনের ডেটা খরচ হয়। এর ফলেও স্মার্টফোনের ইন্টারনেটের গতি ধীর হয়ে যেতে পারে৷ ডেটা বাঁচাতে এবং ইন্টারনেটের গতি বাড়াতে, স্মার্টফোনে অপ্রয়োজনীয় অ্যাপগুলি বন্ধ রাখা দরকার।
অ্যাড ব্লকারের ব্যবহার: স্মার্টফোনে ছবি এবং লিঙ্কের মতো অনেক ধরনের বিজ্ঞাপন পপ-আপ দেখতে পাওয়া যায়৷ এরফলে স্মার্টফোনের অকারণ ডেটা ব্যবহৃত হয়৷ ফলে ইন্টারনেটের গতি ধীর হয়ে যায়। তাই এই বিজ্ঞাপন বন্ধ করতে বিজ্ঞাপন ব্লকার অ্যাপ্লিকেশন ব্যবহার করা যেতে পারে৷ আপনি গুগল প্লে স্টোরে অনেক ধরনের অ্যাড ব্লকার অ্যাপ পাবেন, যেগুলোর মধ্যে থেকে আপনি একটি ভালো অ্যাপ বেছে নিতে পারেন।
সফ্টওয়্যার আপডেট পরীক্ষা করা: পুরানো সফটওয়ার ব্যবহারের কারণেও ইন্টারনেটের গতি কমে যেতে পারে৷ সফটওয়্যার আপডেট না-হলেও ৫জি ইন্টারনেটের স্পিডও কমে যেতে পারে৷ তাই সময়মতো সফটওয়ার ও অ্যাপ আপডেটের উপর নজর রাখা উচিত৷ নতুন আপডেটের নোটিফিকেশন এলেই সেটা আপডেট করা প্রয়োজন৷