দেশ বিভাগে ফিরে যান

দিল্লির মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা

February 19, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ফের দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রী। অতশী মার্লেনার পর রাজধানীতে মুখ্যমন্ত্রীর আসনে বসলেন দিল্লির ভারতীয় জনতা পার্টির নেতা রেখা গুপ্তা। তিনি দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি, ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যনির্বাহী সদস্য এবং পার্টির দিল্লি রাজ্য ইউনিটের সাধারণ সম্পাদক।

তিনি ১৯৯৬-৯৭ সালে দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের (DUSU) সভাপতি হন। তিনি ২০০৭ সালে উত্তরী পিতমপুরা (ওয়ার্ড ৫৪) থেকে দিল্লি কাউন্সিলর নির্বাচনে নির্বাচিত হন। তিনি ২০১২ সালে সেই একই আসন থেকে আবার দিল্লি কাউন্সিলর নির্বাচনে নির্বাচিত হন।

রেখা গুপ্তা ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে শালিমার বাগ আসনে AAP-এর বন্দনা কুমারীকে পরাজিত করে ২৯,৫৯৫ ভোটের ব্যবধানে জিতেছিলেন।

নয়াদিল্লি আসনে আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়ালকে হারানো প্রবেশ বর্মা উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত এবং আতিশী মার্লেনার পরে দিল্লি পেল চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#delhi, #CM, #Rekha Gupta

আরো দেখুন