সদস্য সংখ্যা কমছে, রাজ্য সম্মেলনের সাংগঠনিক রিপোর্টে চিন্তায় আলিমুদ্দিন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গ সিপিএমের সদস্য সংখ্যা গত তিন বছরে ২৫ হাজার কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য সম্মেলনের সাংগঠনিক রিপোর্ট। এই রিপোর্টে দলের সদস্যপদের হ্রাস, বুথ স্তরের দুর্বলতা এবং নির্বাচনী বিপর্যয়ের বিষয়টি খোলামেলা ভাবে তুলে ধরা হয়েছে, যা দলের শীর্ষ নেতৃত্বের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
পার্টি সূত্রে খবর, প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা ৪০-এ বিষয়টির উল্লেখ রয়েছে। বছরভিত্তিক একটা তথ্য দেওয়ার পাশাপাশি সদস্যপদ পাওয়ার এক বছরের মধ্যে পার্টি মেম্বারশিপ ড্রপ করা সদস্যের সংখ্যাও উদ্বেগজনক বলা হয়েছে সম্পাদকীয় রিপোর্টে। যদিও দাবি করা হয়েছে, পার্টি মেম্বারশিপের অন্তর্ভুক্তি বেশি। প্রতিবেদনের ৪২ নম্বর পৃষ্ঠায় ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত পার্টি মেম্বারশিপ সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে। তাতে রয়েছে, ২০২২ সালে পার্টির সদস্যপদ খারিজ হয় ১১ হাজার। মোট সদস্য সংখ্যা ছিল ১ লক্ষ ৫৪ হাজার। ২০২৩ সালে ৫৮০০ সদস্যপদ খারিজ হওয়ার পর সদস্য ছিল ১ লক্ষ ৫৭ হাজার। ২০২৪ সালে ৮৪০০ মেম্বারশিপ খারিজ হয়েছিল। সদস্য সংখ্যা ১লক্ষ ৫৮হাজার।
একুশের বিধানসভা ভোটের পর থেকে সিপিএমের অবস্থান শূন্য, এবং দলের ভরসার জায়গা হিসেবে নির্বাচনী ফলাফলে পতন ঘটে। এর সঙ্গে সাথে, বিভিন্ন কমিটি ও স্থানীয় শাখাগুলোর কার্যকলাপও দুর্বল হয়ে পড়েছে। দলের সদস্যসংখ্যার হ্রাস এবং সাংগঠনিক দুর্বলতার কারণে বুথ স্তরে কাজ করতে ব্যর্থ সিপিএম। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, নির্বাচনী বিপর্যয় এবং জনসমর্থন হ্রাসের সঙ্গে এই দুর্বলতাগুলি গভীরভাবে সম্পর্কিত।
রাজ্য সম্মেলনে জানানো হয়েছে, সিপিএম কংগ্রেস ও আইএসএফের সঙ্গে জোট গঠনের জন্য উদগ্রীব হলেও নিচুতলার সিপিএম কর্মীরা এতে সংশয় প্রকাশ করছেন। সম্মেলনে উঠে এসেছে, কংগ্রেস বা আইএসএফ সারা বছর সিপিএমের আন্দোলনে অংশগ্রহণ করে না, কিন্তু ভোটের সময় এই দলের সঙ্গে সমঝোতা নিয়ে সিপিএম কর্মীদের মধ্যে সন্দেহ রয়েছে।