রাজ্য বিভাগে ফিরে যান

সেচের জন্য জল ছাড়ার আশ্বাস ডিভিসি’র

February 20, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ডিভিসি থেকে পর্যাপ্ত জল না মেলায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভে নেমেছেন চাষিরা। বোরো এবং রবি চাষ মূলত সেচের উপর নির্ভরশীল। পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকু‌ড়া জেলায় ডিভিসির বাঁধ থেকে ছাড়া জল সেচের বড় উৎস। কিন্তু ডিভিসি থেকে সেচের জল না মেলায় ক্ষোভ বাড়ছে চাষিদের মধ্যে।

সোমবার বিধানসভা অধিবেশনের উল্লেখ পর্বে এই প্রসঙ্গ উত্থাপিত হয়। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, বিষয়টি নিয়ে রাজ্য সরকার উদ্বিগ্ন। ইতিমধ্যে তিনি ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমারের সঙ্গে কথাও বলেছেন। ডিভিসির পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের মাইথন ও পাঞ্চেত বাঁধে জলস্তর কম আছে। তবে চাষের জন্য জল ছাড়ার আশ্বাস দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে ডিভিসির দায়িত্বপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার সুমন সিং জানিয়েছেন, জল দেওয়া হবে। তবে দু’টি বাঁধে জলস্তর কতটা নেমে গিয়েছে সেটা তিনি জানাতে পারেননি। ডিভিসি সূত্রে দাবি করা হয়েছে, শীতকালে বৃষ্টি একেবারে না হওয়ার জন্য জলস্তর কমেছে। আগামী দিনে বৃষ্টি না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#dvc, #Maithon and Panchet Dam

আরো দেখুন