২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণির পরীক্ষা দুই বারে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে CBSE
February 21, 2025 | < 1min read
২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণির পরীক্ষা দুই বারে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে CBSE
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পড়ুয়াদের উপর চাপ কমাতে এবার অভিনব পদক্ষেপ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা দুই বারে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিবিএসই-র ২৬০টি স্কুলে লাগু হবে এই নিয়ম।
সম্প্রতি এনিয়ে শিক্ষা মন্ত্রকের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছাড়াও এনসিইআরটি, কেভিএস ও এনভিএসের সদস্যরা ছিলেন। ওই বৈঠকে পরীক্ষা সংক্রান্ত একটি খসড়া তৈরি করা হয়েছে। আগামী সোমবার সেটি জনসমক্ষে আনা হবে। সিবিএসই জানিয়েছে, ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এই নিয়ম চালু করা হচ্ছে। বছরে দু’বার পরীক্ষা হলে পড়ুয়াদের উপর চাপ কমবে। সেইসঙ্গে তারা সেরা স্কোর ধরে রাখতে সক্ষম হবে।