কাকাবাবু অবতারে ফিরছেন প্রসেনজিৎ, পরিচালনায় কে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, ২১ ফেব্রুয়ারি, শুক্রবার মাতৃভাষা দিবসে হয়ে গেল শুভ মহরত। কাকাবাবু সিরিজের চতুর্থ ছবি নিয়ে হাজির হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি চরিত্র কাকাবাবুর অবতারে ফের পর্দায় প্রত্যাবর্তন ঘটতে চলেছে প্রসেনজিতের। পরিচালনার ভার আর সৃজিত মুখোপাধ্যায়ের কাঁধে নেই, পরিচালনার দায়িত্ব আছেন চন্দ্রাশিষ রায়।
সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিজয়নগরের হিরে গল্পের অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমা। দিন কয়েকের মধ্যেই শুটিং শুরু হতে চলেছে বলে খবর। সৃজিত আগেই ঘোষণা করেছিলেন, তিনি আর ফেলুদা বা কাকাবাবু পরিচালনা করতে চান না। তার ভিত্তিতেই পরিচালনার দায়িত্ব পেলেন চন্দ্রাশিষ। জানা গিয়েছে, এসভিএফ এবং প্রসেনজিতের এনআইডিয়াজ-এর যৌথ প্রযোজনায় আসছে ছবিটি। তবে ছবির নাম এখনও নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়নি।

২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায় পর্দায় আনেন মিশর রহস্য। তারপর ২০১৭ সালে মুক্তি পায় ইয়েতি অভিযান। জঙ্গলের মধ্যে এক হোটেল কাহিনি অবলম্বনে কাকাবাবুর প্রত্যাবর্তন ছবির চিত্রনাট্য সাজিয়েছিলেন সৃজিত। এবারের গল্প ‘বিজয়নগরের হিরে’।