কেরলে দু’দিনব্যাপী কর্মসূচি তৃণমূলের, রবিবার লিডারশিপ কনক্লেভে থাকবেন কারা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২২ এবং ২৩ ফেব্রুয়ারি কেরলের কোঝিকোড়ে দুই দিনব্যাপী কর্মসূচি নিয়েছে তৃণমূল। কিছুদিন আগেই তৃণমূল যোগ দিয়েছেন কেরলের নিলাম্বুরের নির্দল বিধায়ক পিভি আনবর। তারপর থেকেই দক্ষিণের রাজ্যে সংগঠন বাড়াতে মন দিয়েছে বাংলার শাসক দল। এবার দলীয় কর্মসূচি নেওয়া হচ্ছে।
আগামীকাল, শনিবার দলীয় কর্মীদের নিয়ে সমাবেশ করবেন পিভি আনবর। পরদিন ২৩ তারিখ কেরলের মানজেরিতে লিডারশিপ কনক্লেভের আয়োজন করেছে কেরল তৃণমূল। সেখানে লোকসভার সাংসদ মহুয়া মৈত্র ও তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন উপস্থিত থাকবেন। দু’দিনের দলীয় সমাবেশে যোগ দেবেন তাঁরা।
২০২৬ সালে কেরলে বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল। তবে কি কেরল বিধানসভা নির্বাচনে একক রাজনৈতিক শক্তি হিসাবে লড়াইয়ে নামতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? সেদিকেই ইঙ্গিত করছে তৃণমূল সাম্প্রতিক পদক্ষেপগুলো।